মঙ্গলে ভাসছে চামচ?
মঙ্গলে এবার ভাসমান চামচের খোঁজ পেল নাসা। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী নাসার মহাকাশযান কিউরিওসিটি রোভারের পাঠানো ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলের বুকে ভাসছে চামচ। যার ছায়া পড়েছে মঙ্গলের মাটিতে।
ওয়েব ডেস্ক: মঙ্গলে এবার ভাসমান চামচের খোঁজ পেল নাসা। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী নাসার মহাকাশযান কিউরিওসিটি রোভারের পাঠানো ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলের বুকে ভাসছে চামচ। যার ছায়া পড়েছে মঙ্গলের মাটিতে।
গত ৩০ অগাস্ট, ২০১৫ এই ছবিটি তুলেছে কিউরোসিটি রোভার। প্ল্যানেটারি সোসাইটির আননেমড স্পেসফ্লাইট মেসেজ বোর্ডের এক ইউজারের চোখে প্রথম পড়ে এই চামচের ছবি।
তবে এই প্রথম নয়। এর আগেও মঙ্গলের মাটিতে বেশ কিছু জাগতিক জিনিসের ছবি ধরা পড়েছে কিউরোসিটি রোভারের ছবিতে। তবে সবথেকে বেশি চাঞ্চল্য তৈরি হয় ১১ অগাস্ট কিউকোসিটির পাঠানো ছবিতে। যেখানে মঙ্গলের মাটিতে দেখা যাচ্ছে এক মহিলার ছায়া।