মৃতের দেহাবশেষ-সহ ৩ হাজার টন জঞ্জাল ব্রিটেনে পাঠাল শ্রীলঙ্কা
হাজার হাজার টন অবৈধভাবে আমদানি করা বর্জ্যে ভর্তি কয়েকশো কন্টেইনার এবার ব্রিটেনে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
নিজস্ব প্রতিবেদন: হাজার হাজার টন অবৈধভাবে আমদানি করা বর্জ্যে ভর্তি কয়েকশো কন্টেইনার এবার ব্রিটেনে (UK) পাঠিয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। এই কন্টেনারগুলিতে ছিল হাজার হাজার টনের বেআইনি আমদানিকৃত জঞ্জাল। জাহাজগুলি এসেছিল ২০১৭ থেকে ২০১৯-য়ের মধ্যে। কিন্তু কন্টেনার খুললে দেখা যায়, ব্যবহৃত মাদুর, কার্পেট ছাড়াও কন্টেনারে রয়েছে হাসপাতালে ব্যবহৃত সরঞ্জাম। এমনকী কয়েকটি কন্টেনারে মৃতে মানুষের দেহাবশেষও পাওয়া গিয়েছে।
ব্রিটেন থেকে শ্রীলঙ্কায় এসেছিল ২৬৩ টি কন্টেনার। জানা গিয়েছে, কন্টেনারে ছিল ব্যবহৃত মাদুর, কার্পেট, গালিচা। কিন্তু কন্টেনার খুললে দেখা যায়, ব্যবহৃত মাদুর, কার্পেট ছাড়াও কন্টেনারে রয়েছে হাসপাতালে ব্যবহৃত সরঞ্জাম। শুল্ক দফতরের আধিকারিকরা অবশ্য জানিয়েছেন যে কিছু কিছু কন্টেনারে মৃত মানুষের দেহবশেষও পাওয়া গিয়েছে। কন্টেনার থেকে দুর্গন্ধ বেরতে শুরু করলে তা খোলা হয়। সোমবার অবশিষ্ট কন্টেনার-সমেত জাহাজ ব্রিটেনে ফেরত পাঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার শুল্ক দফতরের প্রধান বিজিতা রবিপ্রিয়া বলেছিলেন, ‘ব্রিটেন জেনেশুনে এই সব বর্জ্য বোঝাই কন্টেনার শ্রীলঙ্কায় পাঠিয়েছে। আমাদের উচিত ছিল, কন্টেনারগুলো আগে পরীক্ষা করা। সেটা না করায় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। আগামীদিনে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।' শুল্ক বিভাগ জানিয়েছে যে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম ২১টি মেডিক্যাল বর্জ্য সহ কন্টেনার ফেরত পাঠানো হয় ব্রিটেনে।
বেশ কয়েকটি এশিয়ান দেশ সাম্প্রতিক বছরগুলিতে ধনী দেশগুলির কাছ থেকে বর্জ্য নেওয়া বন্ধ করে দিয়েছে। এই ঘটনা শুধু শ্রীলঙ্কার সঙ্গেই ঘটেনি। ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সঙ্গেও ঘটেছে।তারাও কন্টেনার সমেত জাহাজ ব্রিটেনে ফেরত পাঠিয়ে দিয়েছে।
আরও পড়ুন, Ukraine-Russia Conflict: সীমান্ত নিয়ে নিজের অবস্থানে অনড় ইউক্রেন, রাশিয়াকে পাল্টা বার্তা