নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৩২
রবিবার উত্তর নাইজেরিয়ার কাডুনা এক চার্চের সামনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে শেষ খবর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত বহু। যে সময় এই হামলাটি হয় তখন চার্চে প্রার্থনা চলছিল। ফলে বহু মানুষ সেখানে সমবেত হয়েছিলেন। বিস্ফোরণের পরে স্থানীয় প্রশাসনের তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
রবিবার উত্তর নাইজেরিয়ার কাডুনা এক চার্চের সামনে আত্মঘাতী গাড়ি বোমা
বিস্ফোরণে শেষ খবর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩২ জন নিহত হয়েছেন। গুরুতর
আহত বহু। যে সময় এই হামলাটি হয়
তখন চার্চে প্রার্থনা চলছিল। ফলে বহু মানুষ সেখানে সমবেত হয়েছিলেন।
বিস্ফোরণের পরে স্থানীয় প্রশাসনের তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে
যাওয়া হচ্ছে। ধর্মীয় ভাবে কাডুনার ভৌগলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। বস্তুত নাইজেরিয়ার খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ অংশের সঙ্গে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় ভুক্ত উত্তরাংশের সীমারেখা এই কাডুনা। গত বছর এবং চলতি বছরে এখানে ধর্মীয় হানাহানির বলি হয়েছেন বহু মানুষ।
এখনও পর্যন্ত অবশ্য এই ঘটনার কেউই দায় স্বীকার করেননি। উদ্ধারকার্য চলছে জোরকদমে। পুরো কাডুনাকে পুলিস বাহিনী ঘিরে রেখেছে।