বস্টন কাণ্ডে জড়াল ভারতীয় নামও

বস্টন কাণ্ডে জড়িয়ে গেল এক ভারতীয় বংশদ্ভূতর নাম। মার্চ ১৬ থেকে নিখোঁজ ইন্দো-মার্কিন ছাত্র সুনীল ত্রিপাঠী। বস্টন পুলিস তাদের প্রাথমিক সন্দেহের তালিকায় সুনীলের নাম উল্লেখ করায় গোলমালের সূত্রপাত। পরে পুলিস জানায় বিস্ফোরণে জড়িত চেচেন ভ্রাতৃদ্বয়ের খোঁজ চালাচ্ছে তারা।

Updated By: Apr 19, 2013, 11:56 PM IST

বস্টন কাণ্ডে জড়িয়ে গেল এক ভারতীয় বংশদ্ভূতর নাম। মার্চ ১৬ থেকে নিখোঁজ ইন্দো-মার্কিন ছাত্র সুনীল ত্রিপাঠী। বস্টন পুলিস তাদের প্রাথমিক সন্দেহের তালিকায় সুনীলের নাম উল্লেখ করায় গোলমালের সূত্রপাত। পরে পুলিস জানায় বিস্ফোরণে জড়িত চেচেন ভ্রাতৃদ্বয়ের খোঁজ চালাচ্ছে তারা।
এদিকে সন্দেহের তালিকায় নাম রয়েছে এই খবর ছড়িয়ে পড়ায় চরম হেনস্থার শিকার হয় সুনীলের পরিবার।
সুনীল এখনও নিরুদ্দেশ। তাঁকে খুঁজে পেতে ফেসবুকে পেজ খুলেছে সুনীলের পরিবার।
এই ভুল বোঝাবুঝিতে যে বিভ্রান্তি ছড়িয়েছে তার জন্য ক্ষমা চাইলেও কঠিন সমালোচনার মুখে পড়েছে বস্টন পুলিস।

.