স্বাধীনতা দিবসে পাকিস্তানি রোগীদের ‘উপহার’ দিলেন সুষমা, কিভাবে জানেন!

Updated By: Aug 16, 2017, 02:15 PM IST
স্বাধীনতা দিবসে পাকিস্তানি রোগীদের ‘উপহার’ দিলেন সুষমা, কিভাবে জানেন!

ওয়েব ডেস্ক : সীমান্তে সন্ত্রাস চালিয়ে আবার কখনও সেনা বাহিনীর শিবিরে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ভারতের বিরুদ্ধে বিষোদগার করছে পাকিস্তান। কিন্তু তা সত্ত্বেও স্বাধীনতা দিবসে এবার ফের পাকিস্তানকে ‘উপহার’ দিল ভারত।

ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, যত পাকিস্তানি মেডিক্যাল ভিসা বকেয়া রয়েছে, স্বধীনতা দিবস উপলক্ষ্যে সেই সব বকেয়া ভিসা মঞ্জুর করছে ভারত। অর্থাত বিদেশ মন্ত্রকের তরফে বকেয়া ভিসাগুলিতে সিলমোহর দেওয়া হচ্ছে বলেও স্পষ্ট জানানো হয়েছে। অর্থাত, ভারতের এসে চিকিত্সার জন্য যে পাকিস্তানিরা আবেদন করেছিলেন, তাঁদের সব ভিসায় বিয়ার সিলমোহর দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।  

 

সম্প্রতি ফিজা তনভির নামে এক পাকিস্তানি মহিলা ট্যুইট করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। ওই ট্যুইটে সুষমাকে ‘মা’ ডেকে ফিজা তনভির বলেন, ‘ম্যাম আপনি মা। দয়া করে ভারতে যাওয়ার ভিসার ব্যবস্থা করে দিন আমার জন্য। আমাকে সাহায্য করুন দয়া করে।’ 

এরপর ফিজাকে পালটা উত্তর দিয়ে ফের ট্যুইট করেন সুষমা। এবং সেখানে ফিজার আবেদন মঞ্জুর করা হচ্ছে বলেও স্পষ্ট জানান তিনি। আর এবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাকিস্তানকে আবার নতুন উপহার দিলেন ভারতের বিদেশমন্ত্রী।

.