ইজরায়েলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আতঙ্ক পশ্চিম এশিয়া
ইজরায়েলি সেনাবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। সিরিয়ায় মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ঘটনাচক্রে ইজরায়েলি সেনা ভূমধ্যসাগরে ওই মিসাইল-মহড়াটি চালিয়েছে আমেরিকার সঙ্গে যৌথভাবেই। যুদ্ধের আশঙ্কায় ভারতের শেয়ার বাজারে ধস নামে,ডলারের তুলনায় আরও নেমে যায় টাকা। বিদেশ দফতরের মুখপাত্র জানিয়েছেন,সামরিক অভিযানের মাধ্যমে সিরিয়া-সঙ্কটের সমাধান কোনওভাবেই কাম্য নয়।
ইজরায়েলি সেনাবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। সিরিয়ায় মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ঘটনাচক্রে ইজরায়েলি সেনা ভূমধ্যসাগরে ওই মিসাইল-মহড়াটি চালিয়েছে আমেরিকার সঙ্গে যৌথভাবেই। যুদ্ধের আশঙ্কায় ভারতের শেয়ার বাজারে ধস নামে,ডলারের তুলনায় আরও নেমে যায় টাকা। বিদেশ দফতরের মুখপাত্র জানিয়েছেন,সামরিক অভিযানের মাধ্যমে সিরিয়া-সঙ্কটের সমাধান কোনওভাবেই কাম্য নয়।
ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র দিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানোর পরীক্ষা চালাচ্ছিল ইজরায়েল। স্প্যারো নামে একটি মাঝারি পাল্লার গাইডেড মিসাইলকে উত্ ক্ষেপণ করে,সেটিকে অ্যারো নামে অন্য একটি মিসাইলের মাধ্যমে ধ্বংস করার মহড়া চলছিল। রুশ সেনাবাহিনীর রাডারে সেই দৃশ্য ধরা পড়ে। ওই খবর ছড়িয়ে পড়তেই বেধে যায় দক্ষযজ্ঞ । প্রথমে নীরব থাকলেও ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা মেনে নিয়েছে।
সিরিয়ায় সামরিক অভিযানের হুমকি দিয়েও কিছুটা পিছিয়ে এসেছেন বারাক ওবামা । মার্কিন কংগ্রেসের সম্মতি পেতে আপাতত তত্পর তিনি । আগামী সপ্তাহের আগে কংগ্রেসের বৈঠক বসছে না । অর্থাত্ ততদিন পর্যন্ত সিরিয়ায় হামলা চালানোর সিদ্ধান্ত স্থগিত রাখতে হবে মার্কিন প্রেসিডেন্টকে । কিন্তু ভূমধ্যসাগরে ইজরায়েলের মিসাইল পরীক্ষা কিছুটা বেকায়দায় ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে । কারণ ওই পরীক্ষাটি আমেরিকার সঙ্গে যৌথভাবেই হয়েছে।
আক্রান্ত হলে পুরোদস্তুর আঞ্চলিক যুদ্ধের হুমকি দিয়েছে সিরিয়া। পশ্চিম এশিয়ায় রক্তপাতের আশঙ্কায় অগ্নিমূল্য হচ্ছে তেলের বাজার । যুদ্ধের আশঙ্কায় ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। ডলারের তুলনায় ফের নেমেছে টাকার দাম।