Afghanistan: দখলে Panjshir! বন্দুক-গুলিতে তালিবানি উল্লাসের Video ভাইরাল

পঞ্জশির (Panjshir) দখল করার পর নর্দান অ্যালায়েন্সের বিপুল অস্ত্রশস্ত্র এবং ট্যাঙ্কও দখল করেছে তালিবান। 

Updated By: Sep 4, 2021, 08:47 AM IST
Afghanistan: দখলে Panjshir! বন্দুক-গুলিতে তালিবানি উল্লাসের Video ভাইরাল

নিজস্ব প্রতিবেদন: পঞ্জশির (Panjshir) উপত্যকার দখল নিয়েছে তালিবান (Taliban)। আফগান সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। আফগানিস্তানের শেষ এলাকা দখলে নেওয়ার পর সেখানে উৎসবে মেতে ওঠে জেহাদিরা। রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে আতসবাজি দেখা যায়। গোটা আফগানিস্তান (Afghanistan) এখন তাঁদের দখলে বলে দাবি জেহাদিদের।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, আফগানিস্তান (Afghanistan) জুড়ে শুক্রবার উৎসব পালন করে তালবান। কোথাও গুলি-বন্দুকে উল্লাসে মেতে ওঠে। কোথাও আকাশ ভরে ওঠে আতসবাজির রোশনাইতে। এছাড়া পঞ্জশিরের (Panjshir) দখল নেওয়ার পর নর্দান অ্যালায়েন্সের বিপুল অস্ত্রশস্ত্র এবং ট্যাঙ্কও দখল করেছে তালিবান (Taliban)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাস সেই সমস্ত ভিডিয়ো। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা। 

আরও পড়ুন: Afghanistan: তাজিকিস্তান পালিয়েছেন আমরুল্লাহ? পঞ্জশিরেই আছি, দাবি বিদ্রোহী নেতার

১৫ অগাস্ট কাবুল দখলের পর, ধীরে ধীরে আফগানিস্তান (Afghanistan) দখল করতে পারলেও পঞ্জশিরে (Panjshir) আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান (Taliban)। দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই করছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ (Former Vice President Amrullah Saleh), আহমেদ মাসুদ ও তাঁদের দলবল। পঞ্জশির প্রদেশে তালিবানদের সঙ্গে যুদ্ধ করছে নর্দান অ্যালায়েন্স। সেই পঞ্জশির তাদের দখলে এসেছে বলে শুক্রবার দাবি করেছে তালিবান (Taliban)।

সূত্রের খবর, তাজিকিস্তানে পালিয়ে গিয়েছেন সালেহ। নর্দান অ্যালায়েন্স টুইট করেছে,'কাবুলে কি টানছেন? পাকিস্তানের প্রভুদের খুশি করতে আমাদের আলো, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে মিথ্যা প্রচার চালাচ্ছেন। কান্দাহার মাদক টানা বন্ধ করার পরামর্শ দিচ্ছি।'

আরও পড়ুন: Afghanistan: পঞ্জশির দখলে, দাবি তালিবানের; কাবুলে কি টানছেন? পাল্টা সালেহ-বাহিনী

এমনকী তাঁর পালানোর খবর মিথ্যা বলে দাবি করেছেন আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh)। বিবিসি-কে দেওয়া অডিয়োবার্তায় তাঁর দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন খবর। পঞ্জশির উপত্যকা থেকে কথা বলছি। রাজনৈতিক ও সৈন্যদের সঙ্গে রয়েছি। আমরা পরিস্থিতির মোকাবিলা করছি। তালিবান, আল কায়দা ও অন্যান্য সন্ত্রাসী সংগঠন মিলে আক্রমণ করেছে। পঞ্জশিরে এক ইঞ্চি জমিও প্রতিরোধবাহিনী হারায়নি বলেও জানান সালেহ।

.