সুস্মিতাকে `বই লেখা` আর `সিনেমা করার` শাস্তি দিয়েছে তালিবানরা, ২৪ ঘণ্টাকে আফগানিস্তান থেকে জানালেন জানবাজের ভাই

তালিবানরাই খুন করছে সুস্মিতাকে। কিছুক্ষণ আগে লেখিকার স্বামী জানবাজ খানের ভাই যার খান আফগানিস্তান থেকে ২৪ ঘণ্টাকে তালিবানী জঙ্গি হামলার কথা বিস্তারিত ভাবে জানান। তিনি বলেন, বুধবার গভীর রাতে মোটরবাইক আর গাড়িতে করে বাড়িতে চড়াও হয় জনা তিরিশের তালিবান জঙ্গি। তারপর জানবাজ খানকে আঙুর খেতে বেঁধে রাখা হয়। বাড়ির অন্যদের বন্দি করা হয় একটা ঘরে। সুস্মিতাকে নিয়ে যাওয়া হয় ২ কিলোমিটার দূরে আলজাহাদ স্কুলের কাছে।

Updated By: Sep 7, 2013, 09:11 PM IST

তালিবানরাই খুন করছে সুস্মিতাকে। কিছুক্ষণ আগে লেখিকার স্বামী জানবাজ খানের ভাই যার খান আফগানিস্তান থেকে ২৪ ঘণ্টাকে তালিবানী জঙ্গি হামলার কথা বিস্তারিত ভাবে জানান। তিনি বলেন, বুধবার গভীর রাতে মোটরবাইক আর গাড়িতে করে বাড়িতে চড়াও হয় জনা তিরিশের তালিবান জঙ্গি। তারপর জানবাজ খানকে আঙুর খেতে বেঁধে রাখা হয়। বাড়ির অন্যদের বন্দি করা হয় একটা ঘরে। সুস্মিতাকে নিয়ে যাওয়া হয় ২ কিলোমিটার দূরে আলজাহাদ স্কুলের কাছে।
জঙ্গিদের কাছে একটাই প্রশ্ন রেখেছিলেন কাবুলিওয়ালার বাঙালি বউ। "আমার অপরাধ?" জাবাব, "বই লিখেছ, সিমেনা করছ। তারই শাস্তি দিচ্ছি।" তারপরই গুলিতে ঝাঁঝড়া করে দেয় ৪৯ বছরের লখিকাকে।
যার খান জানিয়েছেন, আলজাহাদ স্কুলের কাছেই সুস্মিতার দেহ পাওয়া পান আত্মীয়রা। গ্রামের লোকেরাই বৃহস্পতিবার স্থানীয় কবরস্থানে দেহ সামাহিত করে বলে জানিয়েছেন যার খান।

.