Afghanistan Crisis: তালিবানের কাছে নতিস্বীকার করে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের
তালিবানি দখলে আফগানিস্তানের গজনি প্রদেশ।
নিজস্ব প্রতিবেদন: তালিবান আগ্রাসনের সামনে প্রায় পরাজয়ই স্বীকার করে নিল আফগান সরকার। ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবও দিল।
তালিবানি (Taliban) দখলে চলে গিয়েছে আফগানিস্তানের গজনি প্রদেশ (Ghazni)। তালিবানের ঘাঁটি এখন কাবুল (Kabul) থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে। আশরফ ঘানি সরকার পরিচালিত আফগানিস্তানের এই নিয়ে মোট ১০টি প্রদেশে তালিবানি দখলে চলে গেল। এর পরই আফগান সরকারের (Afghan government) তরফে তালিবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Helicopter Crashes: ১৬ যাত্রী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, তীব্র চাঞ্চল্য
ইতিমধ্যেই আমেরিকার (USA) সামরিক কার্যালয় পেন্টাগনের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, ৯০ দিনের মধ্যেই কাবুল পুরোপুরি দখল করে ফেলবে তালিবান। গতকাল বুধবার এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর আজ বৃহস্পতিবার সেই আশঙ্কাকে কিছুটা সত্যি করে গজনি অধিকার করে নিল তালিবান। হাতছাড়া হল
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)