Chile: শুক্রবার শপথ নিলেন চিলির নতুন রাষ্ট্রপতি, দেশের কনিষ্ঠতম প্রেসিডেন্ট Gabriel Boric

বোরিক এখন একটি নারীবাদী, পরিবেশবাদী সরকারের নেতৃত্ব দিচ্ছেন যেটি ঐতিহাসিক সামাজিক পরিবর্তন আনার চেষ্টা করবে। এর নেতৃত্বে একটি মন্ত্রিসভা রয়েছে যার মধ্যে বেশিরভাগই তরুণ। এদের সরকারে খুব বেশি অভিজ্ঞতা নেই, তবে অবশ্যই এই দেশের জন্য তাদের বড় পরিকল্পনা রয়েছে।

Updated By: Mar 12, 2022, 08:13 AM IST
Chile: শুক্রবার শপথ নিলেন চিলির নতুন রাষ্ট্রপতি, দেশের কনিষ্ঠতম প্রেসিডেন্ট Gabriel Boric
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: চিলিতে (Chile) শুক্রবার দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি, গ্যাব্রিয়েল বোরিক (Gabriel Boric) রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। একজন প্রাক্তন ছাত্রনেতা এমন এক সময়ে এই দেশের দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আমেরিকার এই দেশটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

শুক্রবার বন্দর শহর ভালপারাইসোতে (Valparaiso) কংগ্রেস ভবনে, বোরিক বিদায়ী বিলিয়নেয়ার প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার (Sebastian Pinera) কাছ থেকে রাষ্ট্রপতির শ্যাশ তুলে নেন। তিনি বলেন, "চিলির জনগণের সামনে, আমি আমার অঙ্গীকার করছি।" 

৩৬ বছর বয়সী বোরিক, আয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পেনশনের ক্ষেত্রে গভীর বৈষম্যের বিরুদ্ধে ২০১৯ সালের ব্যাপক গণবিক্ষোভের পরে আসা পরিবর্তনের ফলে দেশের শাসনভার গ্রহণ করছেন। এই আন্দোলন তিনি সমর্থন করেছিলেন।

তার প্রশাসন চিলির নতুন সংবিধানের জন্য একটি গণভোটের তত্ত্বাবধান করবে। এই সংবিধান একটি নির্বাচিত, গণপরিষদ বর্তমানে নতুনভাবে লিখছে। এর আগে অগাস্টো পিনোচেটের (Augusto Pinochet) স্বৈরাচার দ্বারা স্থাপিত ম্যাগনা কার্টার (Magna Carta) জায়গা নেবে।

বোরিক এখন একটি নারীবাদী, পরিবেশবাদী সরকারের নেতৃত্ব দিচ্ছেন যেটি ঐতিহাসিক সামাজিক পরিবর্তন আনার চেষ্টা করবে। এর নেতৃত্বে একটি মন্ত্রিসভা রয়েছে যার মধ্যে বেশিরভাগই তরুণ। এদের সরকারে খুব বেশি অভিজ্ঞতা নেই, তবে অবশ্যই এই দেশের জন্য তাদের বড় পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: Russia Ukraine War: অব্যর্থ লক্ষ্যে নিমেশে খতম হয় শত্রু! এবার ইউক্রেনে কানাডার ভয়ঙ্করতম স্নাইপার

পিনোচেট সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি সালভাদর আলেন্দেকে (Salvador Allende) অপসারিত করেন। আলেন্দে ১৯৭৩ সালে একটি সামরিক অভ্যুত্থানের সময় আত্মহত্যা করেন। আলেন্দের উত্তরাধিকারকে বোরিক প্রায়শই প্রশংসা করেন।

৬২ বছর বয়সী মারিজেন ভার্গাস (Marigen Vargas), যিনি বোরিকের শপথে উপস্থিত থাকার জন্য সারা রাত ভ্রমণ করেছিলেন, তিনি রয়টার্সকে জানিয়েছেন, "তিনি আমাকে আলেন্দের কথা মনে করিয়ে দেন, তবে আমি আশা করি এর একটি সুখী সমাপ্তি হবে।" তিনি আরও বলেন, "আমরা আরও ঐক্যবদ্ধ, সুখী চিলি চাই।"

অর্থনৈতিক মন্দা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং একটি বিভক্ত আইনসভার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বোরিক। স্বাস্থ্যসেবা এবং পেনশনে সংস্কার এবং পরিবেশগত নিয়ন্ত্রণকে কঠোর করার জন্য তার কাজ করার ক্ষমতার পরীক্ষা নেবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.