আছড়ে পড়ল টাইফুন হাগুপিট, মধ্য ফিলিপাইনস থেকে সরানো হল ১০ হাজার মানুষকে

ফিলিপাইনসের পশ্চিম উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হাগুপিট। মধ্য ফিলিপাইনসের উপকূলবর্তী ধস প্রবণ গ্রাম গুলি থেকে ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত বছর এ দেশে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে প্রাণ হারিয়েছিলেন হাজারেরও বেশি সাধারণ মানুষ।

Updated By: Dec 5, 2014, 03:11 PM IST
আছড়ে পড়ল টাইফুন হাগুপিট, মধ্য ফিলিপাইনস থেকে সরানো হল ১০ হাজার মানুষকে

ম্যানিলা: ফিলিপাইনসের পশ্চিম উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হাগুপিট। মধ্য ফিলিপাইনসের উপকূলবর্তী ধস প্রবণ গ্রাম গুলি থেকে ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত বছর এ দেশে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে প্রাণ হারিয়েছিলেন হাজারেরও বেশি সাধারণ মানুষ।

এই দ্বীপপুঞ্জ সম্বলিত দেশের বন্দরগুলি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। উপকূল বাহিনী টাইফুনের জন্য সমুদ্রযাত্রা স্থগিত করে দেওয়ার ফলে রাজধানী ম্যানিলা, মিনদানাও ও বিকোল অঞ্চলে  আটকে পড়েছেন অন্তত ২,০০০ জন পর্যটক।

ফিলিফাইনস এয়ারলাইন্স ও কেবু প্যাসিফিক মধ্য ও দক্ষিণ ফিলিপাইনসে বেশ কিছু বিমান বাতিল করেছে।

গতবারের সুপার টাইফুন হাইয়ানের জন্য ক্ষতিগ্রস্থ অঞ্চল গুলি এখনও পুরোপুরো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। আবহাওয়া দফতর জানিয়েছে গতবারের অন্যতম ক্ষতিগ্রস্থ অঞ্চল ইওলান্ডা এবারও ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে।

ওই অঞ্চলের মানুষ ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে সামান প্রদেশে জড়ো হয়েছেন।

২০১৩ সালের নভেম্বরে হাইয়ানের ফলে প্রাণ গিয়েছিল ৭,০০০ জন মানুষের। নিখোঁজ বহু। ৪০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে ছিলেন।  

 

 

.