Indonesia: করোনা সংক্রমণ তুঙ্গে; বাড়ছে মৃত্যু

করোনা-ভয়ে হাজার-হাজার টুরিস্ট পালাচ্ছেন ইন্দোনেশিয়া ছেড়ে।

Updated By: Jul 29, 2021, 09:16 PM IST
Indonesia: করোনা সংক্রমণ তুঙ্গে; বাড়ছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ইন্দোনেশিয়ার করোনা-পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। দেশটিতে সদ্য একদিনে দুহাজার মানুষের মৃত্যু হয়েছে। তার পর থেকেই ছড়িয়েছে আতঙ্ক।

করোনাভাইরাস অতিমারীর পরে এই প্রথমবার ইন্দোনেশিয়ায় (Indonesia) করোনায় আক্রান্ত হয়ে একদিনে দু'হাজারের বেশি মানুষের মৃত্যু হল। করোনার ডেলটা ধরন দেশটিকে কাবু করে ফেলেছে বলে শোনা যাচ্ছে। অভিযোগ, দেশটির বিপুলসংখ্যক জনগোষ্ঠী এখনও টিকাকরণের বাইরে থাকায় এই পরিস্থিতি। এখন পর্যন্ত দেশটিতে মোট ৭ শতাংশ জনগণকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: USA: দু'টি টিকাতেও বাগ মানছে না সংক্রমণ; তাই ফের মাস্ক-বাদী আমেরিকা

ইন্দোনেশিয়ায় জুলাই মাসের শুরু থেকেই করোনা সংক্রমণ বেড়েছে। সঙ্গে রয়েছে অপর্যাপ্ত স্বাস্থ্যপরিষেবা। রয়েছে ভেন্টিলেশন-সঙ্কট, শয্যাসঙ্কট-- যা করোনার বিরুদ্ধে লড়াই কঠিন করে দিয়েছে। করোনা সংক্রমণ বাড়ায় হাজার-হাজার টুরিস্ট (foreigners) পালাচ্ছেন ইন্দোনেশিয়া ছেড়ে বলেও শোনা যাচ্ছে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Taliban: তালিবান আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ; Imran Khan

.