তিয়েনআনমেনে গাড়ি কাণ্ডে নাশকতার আশঙ্কা করছে চিন

তিয়েন আনমেন স্কোয়ারের গাড়ি-কাণ্ডে নাশকতার আশঙ্কা করছে চিন। ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে খোঁজা হচ্ছে। তারা চিনের উপদ্রুত অঞ্চল উইঘুরের বাসিন্দা। নভেম্বর মাসে বেজিংয়ে কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির বৈঠক রয়েছে। পুলিসের সন্দেহ,তার আগে দেশে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে।

Updated By: Oct 29, 2013, 08:47 PM IST

তিয়েন আনমেন স্কোয়ারের গাড়ি-কাণ্ডে নাশকতার আশঙ্কা করছে চিন। ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে খোঁজা হচ্ছে। তারা চিনের উপদ্রুত অঞ্চল উইঘুরের বাসিন্দা। নভেম্বর মাসে বেজিংয়ে কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির বৈঠক রয়েছে। পুলিসের সন্দেহ,তার আগে দেশে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে।
সোমবারের বিপর্যয়ের পর তিয়েন আনমেন স্কোয়ার এখন নিশ্ছিদ্র নিরাপত্তা। পুলিসের শ্যেনদৃষ্টি সমস্ত যানবাহনের উপরে। তল্লাশি না করে কাউকে ছাড়া হচ্ছে না।
সোমবার আচমকাই একটি লাল রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ঢুকে পড়ে তিয়েন আন মেন স্কোয়ারে। সেটি থেকে আগুন বের হচ্ছিল। আতঙ্কিত দর্শকদের সামনেই একটি সেতুতে ধাক্কা মারে গাড়িটি। মারা যান পাঁচজন। জখমের সংখ্যা ৩৮।
পুলিস এই ঘটনায় নাশকতার আশঙ্কা করছে। সন্দেহের তির চিনের উপদ্রুত অঞ্চল উইঘুরের দুই বাসিন্দার দিকে। পয়লা অক্টোবরের পর বেজিংয়ে কারা ঢুকেছে,প্রতিটি হোটেলকে তার তালিকা দিতে বলা হয়েছে। পুলিসের নজর রয়েছে বেশ কয়েকটি নম্বর প্লেটের উপরে।
উইঘুরের জিনজিয়াং এলাকায় হিংসা এবং সন্ত্রাসের বেশ কিছু ঘটনার খবর আমরা পেয়েছি। শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে খুব শিগগিরই অভিযান হবে।
নভেম্বর মাসে চিনা কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির বৈঠক রয়েছে বেজিংয়ে। তার আগেই আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র চলছে বলে পুলিসের আশঙ্কা।

.