৪৫০ বছর আগের ভূতুড়ে বাড়ির গা ছমছম করা অভিজ্ঞতা

বাইরের ব্যস্ত রাস্তা। ব্যস্ত দিন। কোনও কিছুরই ধার ধারে না এই বাড়িটি। সময় পুরোপুরি ভাবে থমকে গেছে এই বাড়ির মধ্যে। ঠিক যেমন ভাবে তিনি রেখে গিয়েছিলেন বাড়িটিকে, ঠিক সেই রকম ভাবেই যেন থেমে গেছে এই বাড়ির মধ্যেকার সময়। একই রকম ভাবে ওলট-পালট হয়ে রয়েছে জিনিষ পত্র। বইগুলো দেখলে যেন মনে হয় এই সবে মাত্রই তিনি হয়ত পড়তে পড়তে উঠে গেছেন কোনও কিছু খোঁজার উদ্দেশ্যে। এই থেমে যাওয়া বাড়িটিতে থাকতেন 'প্যারাডাইস লস্টে'র লেখক জন মিল্টন। বাড়িটি দেখলে কারুর বিশ্বাসই হবে না যে, এখনকার এই ভূতুড়ে বাড়িটিতে আগে বসবাস করতেন বিখ্যাত ব্রিটিশ লেখক জন মিল্টন। এই বাড়িটি বার্কিন ম্যানরে অবস্থিত। প্রায় ৪৫০ বছর আগে দেশের ধনবান পরিবারগুলি বাস করত এই অঞ্চলে।

Updated By: Oct 23, 2015, 04:04 PM IST
৪৫০ বছর আগের ভূতুড়ে বাড়ির গা ছমছম করা অভিজ্ঞতা

ওয়েব ডেস্ক: বাইরের ব্যস্ত রাস্তা। ব্যস্ত দিন। কোনও কিছুরই ধার ধারে না এই বাড়িটি। সময় পুরোপুরি ভাবে থমকে গেছে এই বাড়ির মধ্যে। ঠিক যেমন ভাবে তিনি রেখে গিয়েছিলেন বাড়িটিকে, ঠিক সেই রকম ভাবেই যেন থেমে গেছে এই বাড়ির মধ্যেকার সময়। একই রকম ভাবে ওলট-পালট হয়ে রয়েছে জিনিষ পত্র। বইগুলো দেখলে যেন মনে হয় এই সবে মাত্রই তিনি হয়ত পড়তে পড়তে উঠে গেছেন কোনও কিছু খোঁজার উদ্দেশ্যে। এই থেমে যাওয়া বাড়িটিতে থাকতেন 'প্যারাডাইস লস্টে'র লেখক জন মিল্টন। বাড়িটি দেখলে কারুর বিশ্বাসই হবে না যে, এখনকার এই ভূতুড়ে বাড়িটিতে আগে বসবাস করতেন বিখ্যাত ব্রিটিশ লেখক জন মিল্টন। এই বাড়িটি বার্কিন ম্যানরে অবস্থিত। প্রায় ৪৫০ বছর আগে দেশের ধনবান পরিবারগুলি বাস করত এই অঞ্চলে।

হরিণের মাথা, ক্লাসিক মেটাল টাইপরাইটার, গ্রামফোন, পিয়ানোটি দেখলে একটা নস্টালজিয়া তৈরি হয় মনের মধ্যে।  

প্রতিটি ব্যবহৃত জিনিষের মধ্যে যেন তাঁরই গন্ধ মিশে আছে। তাঁর ঘাট-বিছানা সব কিছুর মধ্যেই যেন এখনও মিশে আছেন তিনি।

জন মিল্টন প্যারাডাইস লস্ট লিখে খুবই জনপ্রিয়তা কুড়িয়েছিলেন। এই কবিতাটি ইংরেজিতে লেখা কবিতাগুলোর মধ্যে বেশ জনপ্রিয় ছিল। ১৬৬৭ সালে প্রথমবার প্রকাশিত হয় 'প্যারাডাইস লস্ট'। এরপর ১৯৭৪ সালে দ্বিতীয়বার প্রকাশিত হয় বইটি।

১৬৩২ থেকে ১৬৩৮ সাল পর্যন্ত জন মিল্টন এই বাড়িতে নিজের পরিবারের সঙ্গে বাস করতেন। এরপর ১৮৪৮ সালে এডওয়ার্ড টাইরেল মানে এক ব্যাক্তি বাড়িটি কিনে নেন। তারপর বাড়িটিকে পুনরায় নির্মাণ করেন টাইরেল।

 

.