ক্যারাবিয়ান সাগরে ৭.৬ তীব্রতার ভূমিকম্প

উত্তর আমেরিকার হন্ডুরাস উপকূলে ক্যারাবিয়ান সাগরে ভয়ঙ্কর ভূমিকম্প। রিখটার স্কেলে ৭.৬ তীব্রতার এই কম্পনের পর জারি হয় সুনামির সতর্কতা। তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। 

Updated By: Jan 10, 2018, 11:28 AM IST
ক্যারাবিয়ান সাগরে ৭.৬ তীব্রতার ভূমিকম্প

ওয়েব ডেস্ক: উত্তর আমেরিকার হন্ডুরাস উপকূলে ক্যারাবিয়ান সাগরে ভয়ঙ্কর ভূমিকম্প। রিখটার স্কেলে ৭.৬ তীব্রতার এই কম্পনের পর জারি হয় সুনামির সতর্কতা। তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। 

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০.৫২ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে ঘর বাড়ি। হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা থেকে ৫১৯ কিলোমিটার দূরে ক্যারাবিয়ান সাগরে ছিল কম্পনের উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। 

স্থানীয়রা জানিয়েছেন, তিন বার কম্পন অনুভব করেছেন তাঁরা। তবে কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কম্পনের জেরে দুলতে থাকে বিদ্যুতের খুঁটি ও তার। 

আরও পড়ুন - নোট বাতিলের পর কি এবার কয়েন বাতিলের পথে মোদী সরকার?

কম্পন অনুভূত হয়েছে বেজিল ও মেক্সিকোতেও। তবে কোথাও হতাহতের কোনও খবর নেই। তবে সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস জারি রেখেছে ভূমিকম্প সতর্কতা দফতর। 

.