মেক্সিকোর ঘন জঙ্গলে সন্ধান মিলল মায়ান সভ্যতার দুটি নতুন শহরের

Updated By: Aug 19, 2014, 12:58 PM IST
মেক্সিকোর ঘন জঙ্গলে সন্ধান মিলল মায়ান সভ্যতার দুটি নতুন শহরের

মেক্সিকোর জঙ্গলে নতুন দুটি মায়ান শহরের সন্ধান পেলেন নৃতত্ববিদরা। মেক্সিকো দক্ষিণ-পূর্ব প্রান্তের ক্যাম্পাচে অঞ্চলে সন্ধান মিলেছে এই দুই শহরের।

স্লোভেনিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস অ্যান্ড আর্টসের নৃতত্ববিদ ইভান স্পারজকের দল মেক্সিকোর চাকতুন অঞ্চলে গত বছর এক মায়ান শহরের সন্ধান পেয়েছিলেন। তখনই খননকাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। নতুন আবিষ্কৃত দুটি শহরের একটিতে খননকার্যে উঠে এসেছে বিশালাকৃতি চোয়ালের হাড়। যা কোনও বড় দানবের বলেই মনে করছেন নৃতত্ববিদরা। ১৯৭০ সালে একই জায়গায় খননকাজ চালিয়ে পাথরের মনুমেন্টের ধ্বংসাবশেষ ও কিছু আঁকা ছবির সন্ধান পেয়েছিলেন মার্কিন নৃতত্ববিদ এরিক ভন ইউ। এরিক জানিয়েছিলেন এই শহর গড়ে উঠেছিল লাগুনিতা অঞ্চলকে কেন্দ্র করে। এরিকের প্রাপ্ত বস্তুর সঙ্গে নতুন প্রাপ্ত বস্তুর তুলনা করে লাগুনিতা অঞ্চল চিহ্নিত করতে পেরেছেন নৃতত্ববিদরা।

বেশ কিছু বড় বাড়ি ও অট্টালিকার ধ্বংসাবশেষও উদ্ধার হয়েছে খননকাজে। একটি বল কোর্ট, ৬৫ ফুট উঁচু টেম্পল পিরামিড ও বেশ কিছু পাথরের মূর্তিও উদ্ধার হয়েছে।

 

.