ইউক্রেনকে অর্থসাহা্য্য ও ক্রিমিয়াকে ছিনিয়ে আনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে পাস দুটি বিল

বৃহস্পতিবার দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হল মার্কিন কংগ্রেসে। একটি বিলে ইউক্রেন সরকারকে একশো কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। অন্য বিলে ক্রিমিয়াকে ছিনিয়ে নেওয়ায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির উল্লেখ রয়েছে। সেনেটে দুটি বিলই পাস হয় ধ্বনি ভোটে।

Updated By: Mar 28, 2014, 09:51 AM IST

বৃহস্পতিবার দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হল মার্কিন কংগ্রেসে। একটি বিলে ইউক্রেন সরকারকে একশো কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। অন্য বিলে ক্রিমিয়াকে ছিনিয়ে নেওয়ায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির উল্লেখ রয়েছে। সেনেটে দুটি বিলই পাস হয় ধ্বনি ভোটে।

প্রতিনিধিসভায় বিলের পক্ষে ভোট পড়ে ৩৯৯টি। বিপক্ষে ১৯টি। অর্থ সাহায্য ছাড়াও ইউক্রেন ও তার প্রতিবেশী দেশদুলির জন্য অতিরিক্ত পনেরো কোটি মার্কিন ডলার মঞ্জুর করার পক্ষেও মত দিয়েছে সেনেট। বিল পাসের পর আইনসভার সদস্যদের দাবি, তাঁরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঐক্যবদ্ধভাবে জানাতে চান যে, মস্কো যেভাবে ক্রিমিয়ার দখল নিয়েছে, তা ন্যায় সংগত নয়। তারজন্যই গত সপ্তাহে ঘনিষ্ঠ মহলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা বলেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই মুহুর্তে মস্কোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি রয়েছেন ইউরোপে। কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত রাশিয়া বিরোধী দেশগুলির সঙ্গে।

.