ফিনল্যান্ডে হামলায় নিহত ২, আততায়ী বিদেশি নাগরিক

Updated By: Aug 19, 2017, 02:12 PM IST
ফিনল্যান্ডে হামলায় নিহত ২, আততায়ী বিদেশি নাগরিক

ওয়েব ডেস্ক: ফিনল্যান্ডে আততায়ী হামলায় এখনও প‌র্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৬ জন।

উল্লেখ্য, শুক্রবার ফিনল্যান্ডের তুরকু-তে এক আততীয় হামলায় ৮ জন ছুরিকাহত হন। পুলিশ ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভি‌যোগ এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে। তার পায়ে গুলি করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন-'স্বাধীনতা চাই', বিক্ষোভে উত্তাল পাকিস্তান

ফিনিস পুলিশের অভিমত, আততায়ী একজন অল্পবয়স্ক ‌যুবক ও সে বিদেশি নাগরিক। ফলে ওই বিদেশিকে চিহ্নিত করতে দেশের অভিভাবসন দফতরের সঙ্গে ‌যোগ‌যোগ করা হচ্ছে। হামলাকারীর সংখ্যা এক হলেও তার পেছনে অনেকেই জড়িত থাকতে পারে বলে অভিমত পুলিশের।

আরও পড়ুন-চিফ স্ট্র্যাটেজিস্টের পদ থেকে ব্যাননকে ছেঁটে ফেললেন ট্রাম্প

স্পেনে গাড়ি হামলায় ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত একশো জনেরও বেশি। বার্সেলোনায় ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই ঘটনা নিয়ে তোলাপাড় শুরু হতেই ফিনল্যান্ডের তুরকুতে একটি মার্কেট কমপ্লেক্সে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে।

এদিন তুকরুকে আততায়ী প্রথমে একটি বাজারের মধ্যে ২ জনকে ছুরি মারে। তার পর সে রাস্তায় নেমে আরও ৬ জনকে ছুরি দিয়ে কোপায়।

.