Egypt: সাগরে সাঁতার কাটতে-কাটতে হাঙরের মুখে দুই মহিলা, তারপর...

শুধু মৃত্যু নয়, ঘটেছে দুর্ঘটনাও। অস্ট্রিয়ান এক পর্যটকের হাতও কেটে নিয়ে যায় হাঙর।

Updated By: Jul 4, 2022, 06:17 PM IST
Egypt: সাগরে সাঁতার কাটতে-কাটতে হাঙরের মুখে দুই মহিলা, তারপর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজন অস্ট্রিয়ান অন্য জন রোমানিয়ান। মিশরের উপকূলে মারা গেলেন এই দু'জন। এই দুই মহিলার প্রাণ গেল হাঙরের আক্রমণে। মিশরের পরিবেশ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক থেকে এই খবর দেওয়া হয়েছে। 

এই দুই মহিলাই লোহিত সাগরে সাঁতার কাটছিলেন। আর তখনই হাঙর আক্রমণ চালায় এঁদের উপর। লোহিত সাগরের দক্ষিণ হুরঘাদার শাহল হাশিশ এলাকায় দুর্ঘটনাটি ঘরে। 

ঘটনার পরেই দ্রুত লোহিত সাগরের সমস্ত সৈকত বন্ধ করে দেওয়া হয়। আপাতত ৩ দিনের জন্য বন্ধ।  আসলে শুধু মৃত্যু নয়, ঘটেছে দুর্ঘটনাও। অস্ট্রিয়ান এক পর্যটকের হাতও কেটে নিয়ে যায় হাঙর।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Russia-Ukraine War: আবার কি ইউক্রেনে বাধতে চলেছে প্রচণ্ড লড়াই?

.