উবারের লাইসেন্স বাতিল করল লন্ডন প্রশাসন
ওয়েব ডেস্ক: লন্ডন শহরে আর দেখা যাবে না উবারের ট্যাক্সি। শর্তপূরণ করতে না পারায় লন্ডনে উবারের লাইসেন্স বাতিল করল কর্তৃপক্ষ। লন্ডন পরিবহণ বিভাগের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বরের পর শহরে আর চলবে না উবের-এর ট্যাক্সি।
লন্ডন পরিবহণ বিভাগের তরফে জানানো হয়েছে, বেসরকারি ট্যাক্সি সংস্থার লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি উবার। চলতি বছরের মে-তে শেষ হওয়ার কথা ছিল উবারের লাইসেন্স। তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায় পরিবহণ দফতর। তার মধ্যেও শর্ত পূরণ করতে পারেনি উবার।
লন্ডনের বেসরকারি ট্যাক্সির ওপর কড়া নজরদারি চালায় পরিবহণ দফতর। যাত্রীনিরাপত্তা ছাড়াও কর্মীদের স্বার্থ রক্ষিত হচ্ছে কি না তারও খেয়াল রাখে তারা। এই দুই ক্ষেত্রেই উবারের বিরুদ্ধে ভুুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল বলে জানিয়েছে ব্রিটেনের পরিবহণ দফতর।