'ট্রাম্প উন্মাদ গ্যাংস্টার', তীব্র কটাক্ষ কিমের

Updated By: Sep 22, 2017, 11:15 AM IST
'ট্রাম্প উন্মাদ গ্যাংস্টার', তীব্র কটাক্ষ কিমের

ওয়েব ডেস্ক:  'মাথা খারাপ, উন্মাদ, গ্যাংস্টার'। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিঁধতে কোনও বিশেষণই বাদ দিলেন না কিম। ট্রাম্পের প্রতি কিমের বিদ্বেষ প্রকাশ পেয়েছে এর আগে একাধিকবার। কিন্তু এবার আক্রমণ করতে গিয়ে একের পর এক অদ্ভূত শব্দ প্রয়োগ করলেন কিম। এমনকি ট্রাম্পকে 'ভীমরতিধরা বুড়ো' বলতেও বাদ দিলেন না তিনি।

 গত মঙ্গলবারই রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন ভাষণ দিতে গিয়ে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার প্রসঙ্গে মেজাজ হারান ট্রাম্প। কিমের উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেবেন বলেও হুমকি দেন। পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীর ক্ষমতাও মনে করিয়ে দেন। আর তাতেই অগ্নিশর্মা কিম। এবার পাল্টা সুর চড়ালেন, সীমা ছাড়ালেন আক্রমণের।  এবার তিনি বললেন, '' ট্রাম্প আগুন নিয়ে খেলছে। রাষ্ট্রপুঞ্জের মত একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রাম্প যেভাবে একটি রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার কথা বলছেন, তা উন্মাদের লক্ষণ। ট্রাম্প মানসিকভাবে অসুস্থ। এই কর্মকাণ্ডে মানুষ এখনই ট্রাম্পকে অঞ্জ ও রাজনীতির বাইরের লোক বলে মনে করতে শুরু করেছে।'' ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকার যোগ্য নন বলেও কটাক্ষ করেন তিনি।  

.