UK PM Race: ক্রমশ পিছিয়ে যাচ্ছেন সুনক, আগামী ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস?

কনজারভেটিভ পার্টির নেতৃত্বের ফলাফল আর মাত্র কয়েক সপ্তাহ পরেই জানা যাবে। কিন্তু মনে করা হচ্ছে ঋষি সুনকের বিরুদ্ধে লিজ ট্রাসের জয় অবশ্যম্ভাবী। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত কে হবেন তা নির্ধারণের জন্য ভোটের ফলাফল জানা যাবে আগামী ৫ সেপ্টেম্বর।

Edited By: অনুষ্টুপ রায় বর্মণ | Updated By: Aug 18, 2022, 08:10 AM IST
UK PM Race: ক্রমশ পিছিয়ে যাচ্ছেন সুনক, আগামী ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টোরি ভোটারদের মধ্যে হওয়া একটি নতুন সমীক্ষায় দেখা গিয়েছে ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাস এগিয়ে রয়েছেন দৌড়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনকের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। অগস্ট মাসের শুরুর দিকে যখন শেষবার প্রকাশিত হয় সমিক্ষার ফলাফলের সঙ্গে গত বুধবার প্রকাশিত হওয়া ফলাফলের মিল রয়েছে এবং দুই ক্ষেত্রেই দেখা গিয়েছে যে সুনকের তুলনায় এগিয়ে রয়েছেন ট্রাস। সমীক্ষায় দেখা গিয়েছে ‘তখন, ঋষি সুনক ছিলেন ২৬ শতাংশ, লিজ ট্রাস ৫৮ শতাংশ এবং ১২ শতাংশ সিদ্ধান্তহীন ছিলেন। এখন, সেই পরিসংখ্যানগুলি হয়েছে ২৮ শতাংশ, ৬০ শতাংশ এবং নয় শতাংশ‘।

৯৬১ জন কনজারভেটিভ পার্টি সদস্যের মধ্যে করা গৃহ সমিক্ষায় এই খবর দেখা গিয়েছে। এই সদস্যরা হয় ইতিমধ্যেই নেতৃত্বের দৌড়ে তাদের ভোট দিয়েছেন অথবা আগামিদিনে ভোট দেবেন।

সমিক্ষায় যারা জানিয়েছেন যে তাঁরা এখনও সিদ্ধান নেননি কাকে ভোট দেবেন তাদের সংখ্যাকে তুই প্রতিদ্বন্দির মধ্যে সমানভাবে ভগা করলে দেখা যাবে যে ট্রাস প্রাক্তন মন্ত্রী সুনকের উপরে ৩২-পয়েন্ট লিড বজায় রেখেছেন।

সমীক্ষায় আরও বলা হয়েছে, ‘যদি আমাদের সিদ্ধান্ত না নেওয়া সমর্থকদের দুটি প্রার্থীর মধ্যে সমানভাবে ভাগ করা হয়, সেক্ষেত্রে ট্রাস ৬৪ শতাংশ এবং সুনক ৩২ শতাংশ পর্যন্ত যাচ্ছেন এবং তাই গতবারের মতই তাঁর ৩২ পয়েন্টের লিড বজায় থাকে। এই অনুশীলন আমরা আগেরবারও করেছি। YouGov-এর শেষ পোল বন্ধ হয় ২ অগস্ট। যেদিন আমাদের শেষ সমীক্ষা হয়েছিল, সেদিন তাঁকে ৩৮ পয়েন্টের লিড দেওয়া হয়। গত সপ্তাহে Opinium পরিচালিত সর্বশেষ পোল তাকে ২২ পয়েন্ট লিড দিয়েছ’।

Opinium, YouGov এবং কনজারভেটিভ গৃহ সমীক্ষার যোগফল হল যে ট্রাস প্রায় ৭০-৩০ এবং ৬০-৪০ এর মধ্যে কোনও একটি ব্যবধানে জয়ী হতে চলেছে। ট্রাসের পক্ষে ফলাফল একটু বেশি হতে পারে কিন্তু কম হবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Kabul Mosque Explosion: মসজিদে সান্ধ্যপ্রার্থনায় ভয়াবহ বিস্ফোরণে ২০ জনের মৃত্যু, আহত ৪০

কনজারভেটিভ পার্টির নেতৃত্বের ফলাফল আর মাত্র কয়েক সপ্তাহ পরেই জানা যাবে। কিন্তু মনে করা হচ্ছে ঋষি সুনকের বিরুদ্ধে লিজ ট্রাসের জয় অবশ্যম্ভাবী। পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত কে হবেন তা নির্ধারণের জন্য ভোটের ফলাফল জানা যাবে আগামী ৫ সেপ্টেম্বর।

ধারাবাহিক সমীক্ষাগুলিতে দেখা গিয়েছে যে কীভাবে উল্লেখযোগ্য সংখ্যক কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনকের বিরুদ্ধে লিজ ট্রাসকে সমর্থন করছেন। গত সপ্তাহে প্রকাশিত ওপিনিয়াম গবেষণায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লিজ ট্রাস প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনকের তুলনায় প্রায় ২২ পয়েন্ট এগিয়ে রয়েছেন। ট্রাস পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য ৬১ শতাংশ ভোট পেয়েছেন যেখানে সুনক মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়েছেন বলে জানানো হয়েছে সমীক্ষায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.