Boris Johnson: বিলেত-বিভ্রাট! ভূতপূর্ব বাণিজ্যমন্ত্রী গ্রেগ ক্লার্কই নতুন সেক্রেটারি...

গ্রেগ ক্লার্ক নতুন হাউজিং সেক্রেটারি হচ্ছেন। এর আগে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

Updated By: Jul 7, 2022, 05:49 PM IST
Boris Johnson: বিলেত-বিভ্রাট! ভূতপূর্ব বাণিজ্যমন্ত্রী গ্রেগ ক্লার্কই নতুন সেক্রেটারি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিসযুগের পতন হল। এর পর যাঁকেই বেছে নেওয়া হোক আগামী অক্টোবর পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। তবে নতুন প্রধান নির্বাচিত না-হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন বরিসই। 

একের পর এক মন্ত্রীর পদত্যাগের জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেই খবর। বরিসের মন্ত্রিসভার প্রায় ৫০ জন মন্ত্রীই পদত্যাগ করেছেন। ক্যাবিনেট মিনিস্টার সাজিদ জাভিদের পদত্যাগ দিয়ে এই সংকটের শুরু। পদত্যাগ করেছেন ঋষি সুনক। একাংশের ধারণা, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন এই ঋষি সুনকই।

ব্রিটিশ ল মেকার এবং ভূতপূর্ব বাণিজ্যমন্ত্রী গ্রেগ ক্লার্ক নতুন সেক্রেটারি নির্বাচিত হতে চলেছেন বলেই খবর। বিদায় নেওয়ার আগে তাঁকেই নিয়োগ করেছেন বরিস। ক্লার্কের চেয়ারে ছিলেন মাইকেল গোভ। তাঁকে গত রাতেই সরিয়ে দেওয়া হয়েছিল। ক্লার্ক এর আগে অনেক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Boris Johnson: বিলেত-বিভ্রাট! পদত্যাগ করলেন বরিস জনসন

.