অর্থনৈতিক অসাম্য, নিউ ইয়র্কে ধৃত ৭০০ আন্দোলনকারী

মার্কিন যুক্তরাষ্ট্রের বেহাল অর্থনীতির মার প্রতিদিনই আছড়ে পড়ছে সাধারণ মানুষের উপরে। বহু মানুষ গৃহহীন, খাবার জুটছে না অনেকের। তার উপরে পাহাড়প্রমাণ ঋণের বোঝা। বেকারির হার অস্বাভাবিক. ক্রেডিট রেটিংয়ে পতন আর বিরোধীদের চাপের মুখে একাধিক প্রস্তাবিত নীতি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ওবামা।

Updated By: Oct 2, 2011, 08:52 PM IST

মার্কিন যুক্তরাষ্ট্রের বেহাল অর্থনীতির মার প্রতিদিনই আছড়ে পড়ছে সাধারণ মানুষের উপরে। বহু মানুষ গৃহহীন, খাবার জুটছে না
অনেকের। তার উপরে পাহাড়প্রমাণ ঋণের বোঝা। বেকারির হার অস্বাভাবিক. ক্রেডিট রেটিংয়ে পতন আর বিরোধীদের চাপের মুখে
একাধিক প্রস্তাবিত নীতি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ওবামা। দু`হাজার আটের মহামন্দার সময় গোটা বিশ্বকে শুধু যে এক
শ্রেণির ঋণের কারবারির অতিরিক্ত লোভের মাশুল গুণতে হয়েছিল। তা-ই নয়, সরকারি অর্থানুকূল্য পাওয়া ব্যাঙ্ক, বিমা, ঋণসংস্থাগুলির
কর্তাদের ব্যয়বহুল জীবনযাপনের ন্যক্কারজনক ছবিও প্রকাশ্যে এসে পড়েছিল সেই সময়। তারপর থেকে এই সুবিধাভোগী শ্রেণির চরিত্রে খুব একটা অদলবদল হয়নি।
দেশের সম্পদের এই অসম বণ্টন এবং সুবিধাভোগী শ্রেণির অনিয়ন্ত্রিত জীবনযাপনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ফুঁসছিলেন সাধারণ মানুষ। গত সতেরোই সেপ্টেম্বর
প্রায় কুড়ি হাজার মানুষকে `অকিউপাই ওয়াল স্ট্রিট` নামে বিক্ষোভ আন্দোলনে  যোগ দিয়ে ওয়াল স্ট্রিট অভিযানে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। এবং বলা হয়, আগামী কয়েক মাস
সেখানেই ছাউনি করে থাকতে হবে। তারপর থেকে ওয়াল স্ট্রিটের খুব কাছে, জুক্কোট্টি পার্কেই থাকছেন আন্দোলনকারীরা. তাঁদের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র এক শতাংশ মানুষ
দেশের পঞ্চাশ শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করে। তাই নিরানব্বই শতাংশ মানুষের স্বার্থ রক্ষা করতে পথে নেমেছেন তাঁরা।আন্দোলনকারীরা শনিবার ম্যানহাটানের দিক থেকে ব্রুকলিন
ব্রিজ পার হয়ে ওয়াল স্ট্রিটের দিকে এগনোর চেষ্টা করলে প্রায় সাতশো জনকে গ্রেফতার করে পুলিস। পুলিসের দাবি, বিক্ষোভকারীদের বেশ কয়েকবার ফুটপাথ দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া
হয়েছিল. কয়েকজন তা মেনে নেন. তাঁদের কিছু করা হয়নি. কিন্তু অধিকাংশই মানবশৃঙ্খল রচনা করে রাস্তা দিয়ে হেঁটে য়াওয়ার চেষ্টা করেন. তখন তাঁদের বিশৃঙ্খল আচরণের অভিযোগে 
গ্রেফতার করে পুলিস. পরে অবশ্য অনেককেই ছেড়ে দেওয়া হয়. এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন শহরে ছোটখাটো বিক্ষোভ শুরু হয়েছে।

.