করোনা সংক্রমণের ক্ষেত্রে কমবয়সীদের নিয়ে উদ্বিগ্ন আমেরিকা
তরুণ প্রজন্মের বেশির ভাগই এখনও প্রতিষেধক পাননি সে দেশে।
নিজস্ব প্রতিবেদন: টিকাকরণ নিয়ে সব দেশই মোটামুটি একটা পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু এরই মধ্যে আমেরিকায় দেখা দিয়েছে ভিন্ন ধরনের আশঙ্কা। সে দেশের প্রশাসন মনে করছে, নতুন করে যে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, এর জেরে সব চেয়ে বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা সে দেশের তরুণ প্রজন্মেরই।
এমনিতে দ্রুত গতিতে টিকাকরণ চলেছে আমেরিকায় (US)। এ নিয়ে যথেষ্ট সন্তুষ্টও সে দেশের প্রশাসন। কিন্তু এখন বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন এই অতি সংক্রামক স্ট্রেনটির ধাক্কায় ফের নতুন করে একটা বড় আকারের সংক্রমণ-ঢেউ (Covid) আছড়ে পড়তে পারে সেখানে।
আরও পড়ুন: ভয়াবহ camp 7 অবশেষে বন্ধ করল US
দেশবাসীর যে অংশ এখনও টিকা পায়নি তার বেশির ভাগই দেশের তরুণ প্রজন্ম (young generation)। ফলে নতুন স্ট্রেন থেকে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকছে তাঁদেরই।
মার্কিন করোনা বিশেষজ্ঞেরা বলছেন, টিকাকরণ (Vaccination) হয়েছে মূলত বয়স্কদের। তরুণ প্রজন্মের বেশির ভাগই করোনা প্রতিষেধক পাননি। ফলে নতুন যে সংক্রমণ ঢেউ আছড়ে পড়বে, তাতে আক্রান্ত হবেন কমবয়সীরাই।
আরও পড়ুন: আইনের মধ্যে দিয়ে নিজের শাসনকালের মেয়াদ বাড়ালেন পুতিন, সমালোচনায় মুখর বিরোধীরা