মহাত্মা গান্ধীর নামে মার্কিন দেশে বিকোচ্ছে বিয়ার, ক্ষুব্ধ ইন্দো-আমেরিকানরা
আমেরিকাতে বিক্রি হচ্ছে মহাত্মা গান্ধীর নামে বিয়ার। আর তাতেই মর্মাহত ইন্দো-মার্কিনি নাগরিকরা। এই বিয়ার প্রস্তুতকারী উডব্রিজের নিউ ইংল্যান্ড কোম্পানিকে ''গান্ধী' বিয়ার বন্ধের আর্জি জানিয়েছেন তাঁরা।
ওয়েব ডেস্ক: আমেরিকাতে বিক্রি হচ্ছে মহাত্মা গান্ধীর নামে বিয়ার। আর তাতেই মর্মাহত ইন্দো-মার্কিনি নাগরিকরা। এই বিয়ার প্রস্তুতকারী উডব্রিজের নিউ ইংল্যান্ড কোম্পানিকে ''গান্ধী' বিয়ার বন্ধের আর্জি জানিয়েছেন তাঁরা।
একটি বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের পক্ষে রজন জেড জানিয়েছেন শান্তির দূত মহাত্মা গান্ধী মদ্যপানের বিরোধী ছিলেন। তাঁর নামে বিয়ার গান্ধীর প্রতি অত্যন্ত অবমাননাকর এবং তাঁর মতাদর্শের বিরোধী। তিনি জানিয়েছেন, বাপুর নামে বিয়ার তৈরি করে ইন্দো-আমেরিকান ও ভারতীয়দের ভাবাবেগে আঘাত করা হয়েছে।
আমেরিকার নিউ ইংল্যান্ড কোম্পানি ''ড্রিঙ্ক ইট, ইটস গুড।'' এই ট্যাগ লাইনে ২০০৩ সাল থেকে বিয়ার বানাচ্ছে। মার্কিন দেশে সেরা ২০টি বিয়ার প্রস্তুতকারী কোম্পানির মধ্যে অন্যতম এটি।
কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী ''গান্ধী-বোট সুগন্ধি ও সম্পূর্ণ ভেজেটেরিয়ান বিয়ার। আত্মশুদ্ধিতে সাহায্য করে এই বিয়ার। ভালবাসা ও সত্য সন্ধানে সাহায্য করে।''
বিয়ার ক্যানগুলিতে এক হাতে লাঠি নিয়ে গান্ধীজীর চিরপরিচিত স্কেচও রয়েছে।