আগে ভার্জিনিয়া পরে সানফ্রান্সিসকো, বন্দুকবাজের হামলার মৃত্যু ৪ জনের, ঘটনায় উদ্বিগ্ন ট্রাম্প

কয়েক ঘণ্টার ব্যবধানে দু-দুবার বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হল সানফ্রান্সিসকোর রাজপথ। আতঙ্ক ছড়াল মার্কিন মুলুকে। দুষ্কৃতীদের গুলিতে ৪ জনের মৃত্যু হল। পরে নিজেকে গুলি করে মারে আততায়ী। স্থানীয় ভারমন্ট এলাকার ডাক বিভাগ চত্বরে বন্দুকবাজ হঠাতই গুলি চালাতে শুরু করে। পুলিস এলাকা ঘিরে ফেলে। কোণঠাসা অবস্থায় নিজেকে গুলি করে ওই বন্দুকবাজ। ঘটনার সঙ্গে জঙ্গিযোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Updated By: Jun 15, 2017, 08:28 AM IST
আগে ভার্জিনিয়া পরে সানফ্রান্সিসকো, বন্দুকবাজের হামলার মৃত্যু ৪ জনের, ঘটনায় উদ্বিগ্ন ট্রাম্প

ওয়েব ডেস্ক: কয়েক ঘণ্টার ব্যবধানে দু-দুবার বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হল সানফ্রান্সিসকোর রাজপথ। আতঙ্ক ছড়াল মার্কিন মুলুকে। দুষ্কৃতীদের গুলিতে ৪ জনের মৃত্যু হল। পরে নিজেকে গুলি করে মারে আততায়ী। স্থানীয় ভারমন্ট এলাকার ডাক বিভাগ চত্বরে বন্দুকবাজ হঠাতই গুলি চালাতে শুরু করে। পুলিস এলাকা ঘিরে ফেলে। কোণঠাসা অবস্থায় নিজেকে গুলি করে ওই বন্দুকবাজ। ঘটনার সঙ্গে জঙ্গিযোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে ভার্জিনিয়ায় বন্দুকবাজ হামলা চালায়। জখম হন মার্কিন কংগ্রেসে রিপাবলিকান দলের হুইপ স্টিভ স্ক্যালাইস সহ পাঁচ জন। ভার্জিনিয়ায় রিপাবলিকান কংগ্রেস সদস্যদের বেসবল প্র্যাকটিসে হামলা হয়। গুলির লড়াইয়ে বন্দুকবাজের মৃত্যু হয়। তবে স্ক্যালাইসই বন্দুকবাজের  টার্গেট ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় উদ্বিগ্ন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও পড়ুন- আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা; জখম মার্কিন কংগ্রেসে রিপাবলিকাল দলের হুইপ সহ পাঁচ

.