গোয়েন্দাগিরির জন্য চাঁদে স্টেশন খোলার পরিকল্পনা ছিল আমেরিকার

নিউইয়র্ক: ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, ঠিক তেমনই মার্কিনিরা স্বর্গে গিয়েও নাকি গোয়েন্দাগিরি করে।

Updated By: Jul 23, 2014, 02:45 PM IST
গোয়েন্দাগিরির জন্য চাঁদে স্টেশন খোলার পরিকল্পনা ছিল আমেরিকার

নিউইয়র্ক: ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, ঠিক তেমনই মার্কিনিরা স্বর্গে গিয়েও নাকি গোয়েন্দাগিরি করে। পৃথিবীর ওপর গোয়েন্দাগিরি করার জন্য চাঁদের বুকে স্টেশন করার পরিকল্পনা ছিল। চাঁদে সেই স্টেশনে এমন এক ধরনের মিসাইল বানানোর পরিকল্পনা ছিল যা দিয়ে পৃথিবীর যে কোনও দেশকে উড়িয়ে দেওয়া যায়।  

১৯৫৯ সালে 'প্রজেক্ট হরাইজন' নামের ১০০ পাতার এক ডকুমেন্ড থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। চাঁদে পা দেওয়ার ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই রিপোর্ট প্রকাশ পেয়েছে।

চাঁদে পরমাণু বোমা ফাটিয়ে পরীক্ষা করার কথাও ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি সোভিয়েত ইউনিয়নের মহাকাশ যান লুনিক চুরির ঘটনার কথাও এই রিপোর্টে বলা হয়েছে।

.