কিমের কয়েক ঘণ্টা পরেই সিঙ্গাপুরে পৌঁছলেন ট্রাম্প-ও

কানাডায় অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনে সিঙ্গাপুর বৈঠক নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা যায় ট্রাম্পের গলায়। কিমের সঙ্গে বৈঠকের এক মিনিটেই তাঁর মনোভাব বুঝে নেবেন বলে দাবি করেন ট্রাম্প

Updated By: Jun 10, 2018, 07:17 PM IST
কিমের কয়েক ঘণ্টা পরেই সিঙ্গাপুরে পৌঁছলেন ট্রাম্প-ও
ছবি- রয়টার্স

নিজস্ব প্রতিবেদন: সিঙ্গাপুরে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। প্রায় ২০ ঘণ্টা সফরে কানাডা থেকে  সিঙ্গাপুরে পায়ার লেবার বিমান ঘাঁটিতে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান। জি-সেভেন থেকে সরাসরি সিঙ্গাপুরে রওনা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট এককথায় জানান, “দারুণ”।

আরও পড়ুন- সিঙ্গাপুরে পৌঁছলেন কিম, মাঝ পথে ডোনাল্ড ট্রাম্প

কয়েক ঘণ্টা আগেই সিঙ্গাপুরে পৌঁছিয়ে গিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর উত্তর কোরিয়া প্রেসিডেন্টের কনভয় সোজা পৌঁছয় সেন্ট রেগিস হোটেলে। বৈঠক শুরু হওয়া পর্যন্ত এই হোটেলই থাকবেন তিনি। তবে, ডোনাল্ড ট্রাম্প থাকবেন  টাঙ্গালিনের শাঙগ্রি-লা হোটেলে। এ দিন ‘মাও স্যুটে’ দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে।

আরও পড়ুন- পৃথিবীর বুকে আছড়ে পড়ল উলকা, ধরা পড়ল ক্যামেরায়

কানাডায় অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনে সিঙ্গাপুর বৈঠক নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা যায় ট্রাম্পের গলায়। কিমের সঙ্গে বৈঠকের এক মিনিটেই তাঁর মনোভাব বুঝে নেবেন বলে দাবি করেন ট্রাম্প। বৈঠক যদি ইতিবাচক না হয়, তা হলে সময় নষ্ট করারও কোনও প্রশ্ন নেই বলে জানিয়ে দেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে ঐতিহাসিক বৈঠক হতে চলেছে এই দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

আরও পড়ুন- পাক প্রেসিডেন্টের সঙ্গে ‘হাত মেলালেন’ নরেন্দ্র মোদী

.