পাকিস্তানে জঙ্গি তত্পরতায় নজর রাখুক 'বন্ধু' ভারত, বার্তা হ্যালের

Updated By: Oct 18, 2017, 06:52 PM IST
পাকিস্তানে জঙ্গি তত্পরতায় নজর রাখুক 'বন্ধু' ভারত, বার্তা হ্যালের

নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানে জঙ্গিদমনে মার্কিন উদ্যোগকে সাহায্য করতে পারে নয়া দিল্লি, ইউএস-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিল আয়োজিত এক আলোচনাসভায় এমনই বললেন রাষ্ট্রসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে।

হ্যালে বলেন, আফগানিস্থান সহ দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস দমনে নতুন কৌশল অবলম্বন করার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। নয়া সেই কৌশলের অন্যতম সহযোগী হল ভারত। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কৌশলগত সম্পর্কই আরও সুদৃঢ় করতে চাইছেন ট্রাম্প। তিনি চাইছেন, পাকিস্তানের জঙ্গি তত্পরতায় নজর রাখুক ভারত। নিজের বক্তব্যে ভারতকে সমমনোভাবাপন্ন বন্ধু বলেও উল্লেখ করেন হ্যালে।   

একইসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারির সুরে হ্যালে বলেন, পাকিস্তানও বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সম্মান করে। সেজন্য তাদের জঙ্গিদের আশ্রয় দেওয়ার অনুমতি দেওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে অবিলম্বে এই নীতির পরিবর্তন করতে হবে পাকিস্তানকে।

আরও পড়ুন, তাজমহল বিতর্কে এবার নড়েচড়ে বসল বিজেপি, কৈফিয়ত তলব সঙ্গীত সোমের

.