Ice Age Axe: তিন লক্ষ বছরের বেশি পুরনো বিশালাকৃতির পাথুরে কুড়ুল-সহ কয়েকশো হাতিয়ার...
Ice Age Axe: ব্রিটেনের যেখান থেকে এই সব হাতিয়ার পাওয়া গিয়েছে, সেই খননস্থলটিকে প্রাগৈতিহাসিক কালের শুরুর দিকের বলে মনে করা হচ্ছে। ওই সময়ে নিয়ান্ডারথাল মানুষ ও তাদের সংস্কৃতির উদ্ভব হতে শুরু করেছিল। এখন থেকে ৩০ বা ৪০ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই মানবপ্রজাতি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরফযুগের বিরল এক জায়গায় পাথরের তৈরি বড় আকৃতির কুড়ুল-সহ ৮০০টি হাতিয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। ইংল্যান্ডের কেন্ট এলাকায় প্রত্নতাত্ত্বিক খননকাজে এই সব হাতিয়ারের সন্ধান পাওয়া যায়। বড় আকৃতির কুড়ুলটিকে ব্রিটেনে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বৃহদাকারের প্রাগৈতিহাসিক পাথরের হাতিয়ার বলছেন কেন্টের গবেষকেরা।
আরও পড়ুন: Dalai Lama: কেন চিন এখন দলাই লামার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে?
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মেডওয়ে উপত্যকার উপরে পাহাড়ের ঢালুতে বরফযুগের গভীর পলিস্তর খনন করে এসব হাতিয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। মোট ৮০০টি হাতিয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। এসব হাতিয়ার তিন লক্ষ বছরের বেশি পুরনো বলে ধারণা করা হচ্ছে। একটি সিংক হোলে (গভীর গর্ত) এই সব হাতিয়ার মাটি চাপা ছিল। এর সঙ্গে প্রাচীন এক নদীর সংযোগও আবিষ্কার করা গিয়েছে।
ব্রিটেনের যেখান থেকে এই সব হাতিয়ার পাওয়া গিয়েছে, সেই খননস্থলটিকে প্রাগৈতিহাসিক কালের শুরুর দিকের বলে মনে করা হচ্ছে। ওই সময়ে নিয়ান্ডারথাল মানুষ ও তাদের সংস্কৃতির উদ্ভব হতে শুরু করেছিল। এখন থেকে ৩০ বা ৪০ হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই মানবপ্রজাতি।
ইউসিএল ইনস্টিটিউট অব আর্কিওলজির গবেষক প্রত্নতাত্ত্বিক লেটি ইংরে বলেছেন, আবিষ্কৃত হাতিয়ারগুলির মধ্যে ১ ফুট লম্বা একটি কুড়ুলও রয়েছে, যা ব্যবহার করার মতো নয় বলেই মনে হচ্ছে তাঁর। ইউসিএল ইনস্টিটিউট অব আর্কিওলজির এই গবেষক বলেন, এ ধরনের হাতিয়ারগুলি ২২ সেন্টিমিটার দীর্ঘ হলেই সেগুলিকে আমরা বৃহদাকারের গোত্রে ফেলে থাকি। এই আকারের দুটি হাতিয়ার আমরা এখান থেকে পেয়েছি। ইংরে আরও যোগ করেন, সবচেয়ে বড় হাতিয়ারটি ২৯.৫ সেন্টিমিটার দীর্ঘ। ব্রিটেনে এখন পর্যন্ত আবিষ্কৃত দীর্ঘতমগুলির অন্যতম এটি। কুড়ুলটি খুবই বড়।
আরও পড়ুন: Pakistani Media: পাকিস্তানের মিডিয়াতেও বাংলার পঞ্চায়েত ভোট-সন্ত্রাসের খবর...
সেই সময়ের মানবগোষ্ঠী কীভাবে এটি হাতে ধরে রাখত এবং তা ব্যবহার করত, বা এটি দিয়ে শিকার করত, তা কল্পনা করা বেশ কঠিন। লেটি ইংরে বলেন, কেন এ ধরনের বড় হাতিয়ার তৈরি করা হয়েছিল বা মানবজাতির যাত্রার শুরুর দিকে তাদের কোন প্রজাতি এটি তৈরি করেছিল, এই মুহূর্তে এই সব বিষয়ে আমরা নিশ্চিত নই। আরও গবেষণাক্রমে সবটা জানা যাবে।