Afghanistan: 'মোদীজিকে মন থেকে ধন্যবাদ', ভারতে ফিরেই চোখের জল আফগান সাংসদের!

ভারতে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র খালসা।

Updated By: Aug 22, 2021, 02:46 PM IST
Afghanistan: 'মোদীজিকে মন থেকে ধন্যবাদ', ভারতে ফিরেই চোখের জল আফগান সাংসদের!

নিজস্ব প্রতিবেদন: রবিবার কাবুল থেকে যে ১৬৮ জনকে উদ্ধার করে নিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার, তাঁদের মধ্যে ছিলেন আফগানিস্তানের শিখ সাংসদ নরিন্দর সিং খালসা (Narinder Singh Khalsa) ভারতে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নরিন্দর খালসা। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। ধরে রাখতে পারলেন না চোখের জল।

নরিন্দর খালসা অশ্রুসজল চোখে বলেন, "আমার শুধুই কান্না আসছে। আফগানিস্তানে কখনও এই পরিস্থিতি দেখিনি। সেটাই এখন দেখছি। বিগত ২০ বছরে যা তৈরি হয়েছিল, তার সবটা আজ শেষ হয়ে গেল। এখন শূন্য। আমাদের সরকারও তৈরি হয়েছিল এই সময়।"

আরও পড়ুন: Afghanistan: আমেরিকার উদ্ধারকারী বিমানে প্রসবযন্ত্রণা, জার্মান বিমানবন্দরে সন্তানের জন্ম আফগান মহিলার

নরিন্দর খালসা সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করা দ্বিতীয় আফগান সাংসদ। শনিবার আফগান শিখ ও হিন্দুদের ৭২ জনের একটি দলকে কাবুল বিমানবন্দরে তালিবানিরা আটকে দিয়েছিল। ভারতীয় সেনা তাঁদের উদ্ধার করে আনে। এদিন নিরাপদে দেশে ফিরতে পারার জন্য নরিন্দর ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.