রানওয়ে শেষ, ঘাসের উপর দিয়েই ছুটল যাত্রীবাহি বিমান! তারপর...

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...

Edited By: সুদীপ দে | Updated By: Aug 13, 2019, 12:51 PM IST
রানওয়ে শেষ, ঘাসের উপর দিয়েই ছুটল যাত্রীবাহি বিমান! তারপর...

নিজস্ব প্রতিবেদন: ওড়ার ঠিক আগের মুহূর্তে রানওয়ে ধরে ছুটে যাচ্ছিল যাত্রীবাহি বিমানটি। হঠাত্ই হল ছন্দপতন। রানওয়ের টারম্যাক শেষ হয়ে গেলেও মাটি ছেড়ে উঠতে পারল না বিমানটি। রানওয়ের শেষে ঘাসের উপরেই ছুটতে থাকল বিমান।

সোমবার ঘটনাটি হয় মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে। সকালে রাশিয়ার সিমেরোপোল বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রুশ বিমানসংস্থা S7-এর বিমানটি। বিমানটিতে মোট ১৫০ জন যাত্রী ছিলেন। টেক অফের আগে রানওয়ে ধরে ছুটে যাওয়ার সময়েই ঘটে বিপত্তি। রানওয়ে শেষ হয়ে যাওয়ার পরেও উড়তে পারেনি বিমানটি। টারম্যাকে শেষে ঘাসের উপর দিয়েই বেশ কিছুটা এগোতে থাকে বিমানটি। তবে, ঘাসের উপর দিয়ে কিছুটা এগনোর পর বিমানটি ওড়াতে সক্ষম হন পাইলট। পুরো ঘটনাটিই ধরা পরে বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায়। বিমানের টারম্যাক ছেড়ে ছুটে যাওয়ার এই ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে টারম্যাক ছেড়ে ঘাসের উপর দিয়ে ধুলো উড়িয়ে এগিয়ে যাচ্ছে বিমানটি।

আরও পড়ুন: দু’টো সিদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা! পাঁচ তারা হোটেলের বিল এখন ভাইরাল!

ঘটনার সময়ে প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে যান বিমানের যাত্রীরা। তবে, ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। এর ফলে বিমানটির সামান্য ক্ষতি হলেও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছেছে বিমানটি। কী কারণে এই বিপত্তি, তা নিয়ে তদন্তে নেমেছে বিমানসংস্থা।

.