প্রান্তিকদের মূলস্রোতে আনতে পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপুঞ্জে অন্যান্য দেশের প্রতিনিধিরা, দাবি অমিত মিত্রের

রাষ্ট্রসঙ্ঘের আমন্ত্রণে নেদারল্যান্ডসে মুখ্যমন্ত্রী। হেগ-এ আজ থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড পাবলিক সার্ভিস ফোরামের সম্মেলন। প্রথম দিনই জন-পরিষেবায় বাংলার সাফল্যের কাহিনি বিশ্ব-দরবারে তুলে ধরলেন অমিত মিত্র। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সরকার যেভাবে প্রান্তিক মানুষদের মূলস্রোতে নিয়ে আসছে তা জানতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত অন্যান্য দেশের প্রতিনিধিরা।

Updated By: Jun 22, 2017, 10:48 PM IST
প্রান্তিকদের মূলস্রোতে আনতে পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপুঞ্জে অন্যান্য দেশের প্রতিনিধিরা, দাবি অমিত মিত্রের

ওয়েব ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের আমন্ত্রণে নেদারল্যান্ডসে মুখ্যমন্ত্রী। হেগ-এ আজ থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড পাবলিক সার্ভিস ফোরামের সম্মেলন। প্রথম দিনই জন-পরিষেবায় বাংলার সাফল্যের কাহিনি বিশ্ব-দরবারে তুলে ধরলেন অমিত মিত্র। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সরকার যেভাবে প্রান্তিক মানুষদের মূলস্রোতে নিয়ে আসছে তা জানতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত অন্যান্য দেশের প্রতিনিধিরা।

কন্যাশ্রী-সহ রাজ্যের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের কথা রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে তুলে ধরেন সমাজকল্যাণ দফতরের সচিব রোশনী সেন। আগামিকাল রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সাফল্যের কাহিনি নিজের মুখেই জানাতে পারেন তিনি।

এদিকে, হেগ-এর হোটেলে ষোলো আনা বাঙালিয়ানায় আজ মধ্যমণি ছিলেন মুখ্যমন্ত্রী। নেদারল্যান্ডসের প্রবাসী বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। গানে-আড্ডায় জমে ওঠে আসর। প্রবাসী পেশাদারদের সামনে রাজ্য সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। (আরও পড়ুন- দুবাই থেকে আমস্টারডামগামী ফ্লাই এমিরেটসের বিমান মমতাময় হয়ে উঠল)

.