ইবোলার প্রকোপকে আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জরুরি অবস্থা রূপে ঘোষণা করল 'হু'

পশ্চিম আফ্রিকায় ক্রমবর্ধমান ইবোলা প্রকোপকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করল। 'হু' জানিয়েছেন ইবোলার সংক্রমণ বন্ধ করতে বিশেষ ব্যবস্থার প্রয়োজন।

Updated By: Aug 8, 2014, 02:48 PM IST
ইবোলার প্রকোপকে আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জরুরি অবস্থা রূপে ঘোষণা করল 'হু'

লন্ডন: পশ্চিম আফ্রিকায় ক্রমবর্ধমান ইবোলা প্রকোপকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করল। 'হু' জানিয়েছেন ইবোলার সংক্রমণ বন্ধ করতে বিশেষ ব্যবস্থার প্রয়োজন।

ইতিহাসের নিরিখে এবারের ইবোলার প্রকোপ সর্বাধিক প্রসারিত। এর আগে ইবোলার সংক্রমণ এত দীর্ঘস্থায়ী হয়নি। ২০০৯ সালে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লু-এর জন্য এমনই জরুরি অবস্থার ঘোষণা করেছিল 'হু।'

''হু' প্রধান ডঃ মার্গারেট চ্যান ঘোষণা করেছেন ''পৃথিবীর বহু দেশে ইবোলার সংক্রমণ দেখা না গেলেও বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সংহতি আবশ্যক হয়ে উঠেছে।''

'' ইবোলা আক্রান্ত দেশ গুলির পক্ষে এই বিপুল সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাদের সেই সামর্থই নেই।'' জেনেভাতে একটি সম্মেলনে মন্তব্য করেছেন চ্যান।

আন্তর্জাতিক সংগঠন গুলির কাছে জরুরি ভিত্তিতে ইবোলা আক্রান্ত দেশ গুলির জন্য সাহায্য প্রার্থনা করেছেন মার্গারেট চ্যান।

.