হোয়াইট হাউসে কে, ট্রাম্প না বাইডেন? হাড্ডাহাড্ডি লড়াইয়ে মার্কিন মুলুকের তাপমাত্রা তুঙ্গে

কে যাবেন হোয়াইট হাউসে? আরও একবার ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? ভোট দিচ্ছে আমেরিকা। 

Updated By: Nov 4, 2020, 09:27 AM IST
হোয়াইট হাউসে কে, ট্রাম্প না বাইডেন? হাড্ডাহাড্ডি লড়াইয়ে মার্কিন মুলুকের তাপমাত্রা তুঙ্গে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সমানে সমানে টক্কর। জমে উঠেছে হোয়াইট হাউসের ক্ষমতা দখলের লড়াই। ইতিমধ্যেই মার্কিন সংবাদমাধ্যমগুলো ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। সে হিসেবে ট্রাম্পের রিপাবলিকান দল ১২টি অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ানা, কেনটাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া প্রভৃতি।

হিসেব অনুযায়ী বাইডেন এখন পর্যন্ত ১০টি অঙ্গরাজ্য দখল করতে পেরেছেন যার মধ্যে নিজের অঙ্গরাজ্য ডেলওয়ার রয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, ইলেকটোরাল ভোটের হিসেবে বাইডেন পাচ্ছেন ১১৭টি  ও ট্রাম্প ৮০টি। ম্যাজিক ফিগার ২৭০।

ট্রাম্প না বাইডেন? মার্কিন মুলুকে মসনদের লড়াই জারি। সাদা বাড়ির মালিক কে হবেন? জানতে কয়েকদিন অথবা কয়েক সপ্তাহের অপেক্ষা করতে হবে। ভোট গণনার শুরু থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ভোট দিচ্ছে আমেরিকা। পূর্বের রাজ্যগুলিতে ভারতীয় সময় আজ সকালে শেষ ভোট। আর পশ্চিমের রাজ্যগুলিতে ভোট শেষ হতে ভারতীয় সময় দুপুর গড়িয়ে যাওয়ার কথা। ভোট দান পর্ব শেষ হওয়ার পর শুরু হবে গণনা। 

প্রায় ২৪ কোটি ভোটারের মধ্যে পোস্টাল ব্যালটে আগেই ভোট দিয়েছেন প্রায় ৯ কোটি মার্কিন ভোটার। ফলে এবার ভোটের ফল আসতে দেরি হতে পারে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকরা এতটাই তেতে রয়েছেন যে এবার রেজাল্ট আসার পর অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অধিকাংশ জনমত সমীক্ষাতেই ট্রাম্পের চেয়ে কয়েককদম এগিয়ে রয়েছেন বাইডেন।  

করোনার গ্রাস। কাজের জন্য হাহাকার। বর্ণবৈষম্যের আঁধার। বুথে যাওয়ার আগে এ বার আমেরিকানদের সামনে, বড় ইস্যুর অভাব নেই। দ্বিখণ্ডিত মার্কিন জনমানস। আমজনতার ইস্যুগুলিকে নিজেদের পক্ষে টেনে আনার চেষ্টায় ট্রাম্প-বিডেন দু-জনেই। স্যুইং স্টেটে থাকছে বাড়তি নজর।

Tags:
.