করোনায় হাইড্রোঅক্সিক্লোরোকুইনের পরীক্ষা আপাতত বন্ধের সিদ্ধান্ত WHO-র

 হাইড্রোঅক্সিক্লোরোকুইনের প্রয়োগে মৃত্যুর সম্ভাবনা নাকি বাড়ছে!

Updated By: May 25, 2020, 11:20 PM IST
করোনায় হাইড্রোঅক্সিক্লোরোকুইনের পরীক্ষা আপাতত বন্ধের সিদ্ধান্ত WHO-র

নিজস্ব প্রতিবেদন: করোনার প্রাদুর্ভাবে আচমকাই কদর বেড়ে গিয়েছিল হাইড্রোঅক্সিক্লোরোকুইনের। সত্ত্বর ভারতের কাছ থেকে সেটি চেয়ে পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনিয়ে বিতর্কও হয়েছিল। সেই হাইড্রোঅক্সিক্লোরোকুইনের ক্লিনিকাল পরীক্ষা আপাতত স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত সপ্তাহে ল্যানসেটের গবেষণায় জানা দিয়েছিল, করোনা আক্রান্তের উপরে হাইড্রোঅক্সিক্লোরোকুইনের প্রয়োগে মৃত্যুর সম্ভাবনা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহ্যানোম গ্যাব্রিয়েসাস জানান, সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পর  আপাতত হাইড্রোঅক্সিক্লোরোকুইনের ক্লিনিকাল ট্রায়াল সাসপেন্ড করা হচ্ছে। 

এদিকে, ভারতে চোখ রাঙাচ্ছে করোনা। টানা ৪ দিন গড়ে আক্রান্তের সংখ্যা ৬ হাজারের ওপর। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত ৬,৯৭৭।  রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬৭৬৭। করোনার ব্যাপকতায়  মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানির পর দশম স্থানে ভারত।  

মারণ ব্যাধিতে সবচেয়ে কাবু মহারাষ্ট্র। তারপরই তামিলনাড়ু, গুজরাট ও দিল্লির স্থান। রবিবার মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ পার করেছে। একদিনে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৩০৪১। দেশে মোট করোনা সংক্রমিতের ৬৭%  চার রাজ্যের বাসিন্দা। 

আগামী ২ মাস পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। সেদিকে নজর রেখে দেশের ৮ রাজ্যের ১১টি পুর এলাকায় বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এইসব এলাকার ঘনবসতিপূর্ণ জায়গাগুলিতে লাগাতার নজরদারি ও করোনা স্ক্রিনিংয়ের ওপর জোর দিতে হবে। রাজ্যগুলিকে ভিডিও কনফারেন্সিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভিডিয়ো: দ্রুত দৌড় করাতে চাবুকের ঘা, 'অমানুষ'দের উচিত শিক্ষা দিল অবলা মহিষ

.