প্রয়াত William Shakespeare! Vaccine নেওয়ার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

উইলিয়াম শেক্সপিয়র ছিলেন ব্রিটেনের প্রথম পুরুষ টিকাগ্রহণকারী।

Updated By: May 27, 2021, 05:30 PM IST
প্রয়াত William Shakespeare! Vaccine নেওয়ার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রিটেনের উইলিয়াম শেক্সপিয়র। 

৮১ বছরের এই William Shakespeare ব্রিটেনের (UK) বাসিন্দা। University Hospitals Coventry-তে তিনি Pfizer-BioNTech-র প্রথম ডোজটি (Corona Vaccine) নিয়েছিলেন ডিসেম্বর মাসে। সেই সময়েই বিশ্ববাসীর কাছে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। প্রথম কারণ অবশ্যই তাঁর নাম উইলিয়াম শেক্সপিয়র, তার উপর আবার বৃদ্ধ বয়সে কোভিডের টিকগ্রহণকারী তিনি। 

আরও পড়ুন: Vaccine নেওয়া থাকলে Corona প্রতিরোধে সক্ষম থাকবে শরীর, বলছে নতুন গবেষণা

কিন্তু দুঃখের যে, দ্বিতীয় ডোজ নেওয়ার পরে মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, স্ট্রোক হয়ে তাঁর মৃত্যু ঘটেছে। তাঁর পরিচিতরা তাঁকে 'বিল' নামেই চিনতেন।

ব্রিটেনে ৯১ বছরের বৃদ্ধা মার্গারেট কিনানের পরই দ্বিতীয় টিকাগ্রহণকারী ছিলেন এই উইলিয়াম শেক্সপিয়র। ব্রিটেনের (UK) প্রথম পুরুষ টিকাগ্রহণকারী। জানা গিয়েছে, ইংল্যান্ডের পেরিশ কাউন্সিলে ৩০ বছর কর্মরত ছিলেন উইলিয়াম। কাউন্সিলর হিসেবে ২০ বছর দায়িত্ব পালন করেছেন। ছবি তোলা এবং গানের প্রতি দারুণ আগ্রহ ছিল তাঁর।

আরও পড়ুন: মুরগির রক্তমাখা পালকের জন্য চিরতরে বাড়ি ছাড়লেন শহরবাসী!

.