ইয়ানুকোভিচকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করল ইউক্রেনের পার্লামেন্ট

ইয়ানুকোভিচকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করল ইউক্রেনের পার্লামেন্ট। শনিবার ভোটাভুটির মাধ্যমে ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নেয় ইউক্রেনের পার্লামেন্ট। এরপরেই তাঁকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়।

Updated By: Feb 23, 2014, 12:02 PM IST

ইয়ানুকোভিচকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করল ইউক্রেনের পার্লামেন্ট। শনিবার ভোটাভুটির মাধ্যমে ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নেয় ইউক্রেনের পার্লামেন্ট। এরপরেই তাঁকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়।

আগামী ২৫ মে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছে ইউক্রেনের পার্লামেন্ট। যদিও পার্লামেন্টের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেনইয়ানুকোভিচ। প্রেসিডেন্ট পদ ছাড়তেও অস্বীকার করেছেন তিনি। গোটা ঘটনাকে একদল দুষ্কৃতীর অভ্যুত্থান বলেই মন্তব্য করেছেন তিনি। তাঁকে ক্ষমতাচ্যুত করার ঘোষণার পরেই প্রেসিডেন্টের প্রাসাদ ছেড়ে চলে যান ইয়ানুকোভিচ। আপাতত তিনি পূর্ব ইউক্রেনের খারকিভে রয়েছেন বলেই খবর। কিয়েভে প্রেসিডেন্টের প্রাসাদ এবং দফতরের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে ইয়ানুকোভিচকে অপসারণের পাশাপাশি বিরোধী নেত্রী ইউলিয়া টিমোশেঙ্কোকে মুক্তি দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। মুক্তির পরেই কিয়েভে পৌছে বিক্ষোভকারীদের নির্বাচনের আগে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন টিমোশেঙ্কো।

.