ইবোলা আক্রান্তদের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষনা ওয়ার্ল্ড ব্যাঙ্কের

Updated By: Aug 5, 2014, 04:39 PM IST
ইবোলা আক্রান্তদের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষনা ওয়ার্ল্ড ব্যাঙ্কের

পশ্চিম অফ্রিকায় ইবোলা অক্রান্তদের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষনা করল দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক।

ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশনের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়ে আফ্রিকায় ৯০০ জনের মৃত্যু হয়েছে। ১৬০০ জনেরও বেশি মানুষের শরীরে ইবোলার জীবানু মিলেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে আরও একজনের শরীরে ইবোলার জীবানু পাওয়া গিয়েছে। লাইবেরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন তিনি। এর আগেও একজনের শরীরে ইবোলার জীবানু মিলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে।

এর আগেই আফ্রিকা থেকে এশিয়া ও ইউরোপে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন। এই রোগে সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সিয়েরা লিওন ও লাইবেরিয়ায়।

 

.