'নিরাপদ নয়', বিশ্বের এমন ১০ বিমান সংস্থার তথ্য ফাঁস

একটি বার্ষিক তথ্য অনুসন্ধান, যেখানে ফাঁস হল বিশ্বের এমন ১০ এয়ারলাইনের নাম যা একেবারেই নিরাপদ নয়। ভারতের বহুল প্রচলিত একটি ইংরাজী দৈনিকে প্রকাশিত হল এমন ১০ এয়ারলাইনের নাম। কোন কোন এয়ারলাইন রয়েছে? জেনে নিন-

Updated By: Jan 8, 2016, 09:35 AM IST
'নিরাপদ নয়', বিশ্বের এমন ১০ বিমান সংস্থার তথ্য ফাঁস

ওয়েব ডেস্ক: একটি বার্ষিক তথ্য অনুসন্ধান, যেখানে ফাঁস হল বিশ্বের এমন ১০ এয়ারলাইনের নাম যা একেবারেই নিরাপদ নয়। ভারতের বহুল প্রচলিত একটি ইংরাজী দৈনিকে প্রকাশিত হল এমন ১০ এয়ারলাইনের নাম। কোন কোন এয়ারলাইন রয়েছে? জেনে নিন-

১) Batik Air
২) Bluewing Airlines
৩) Citilink
৪) Kal-Star Aviation
৫) Lion Air
৬) Sriwijaya Air
৭) TransNusa
৮) Trigana Air Service
৯) Wings Air
১০) Xpress Air

মোট ৪০৭টি বিমান সংস্থার ওপর এই অনুসন্ধান চালানো হয়। এদের মধ্যে ১৪৮টি বিমান সংস্থা ৭টি করে স্টার পেয়েছে (Rating Point)। এরাই সর্বোত্তম। জার্মানির বিমান সংস্থা Germanwings-এর পরিষেবা সবথেকে শীর্ষে। ৫০টি বিমান সংস্থা পেয়েছে তিনটি করে স্টার। এমন অনেকেই রয়েছে যে সংস্থা গুলি তিনটি'র থেকেও কম স্টার পেয়েছে। যাদের পরিষেবা তুলনামূলকভাবে খারাপ। ১০টি বিমান সংস্থার রেটিং ছিল শূন্য। নেপাল, ইন্দোনেশিয়ার বিমান সংস্থা গুলি এই ১০ অসুরক্ষিত এয়ারলাইনগুলির অন্তর্ভূক্ত। AirlineRatings.com নামের সংস্থা এই অনুসন্ধান চালিয়েছে।        

 

.