বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ খুলে দেওয়া হল

ভাবুন তো এমন একটা যাত্রা যেখানে রয়েছে উন্মাদনা। রয়েছে দুঃসাহসিক অভিজ্ঞতা। ভয় পাচ্ছেন তবুও, মনে রাখার মতো সেই যাত্রাপথ। এমনই একটি দুঃসাহসিক যাত্রাপথ আজ থেকে রেল যাত্রীদের জন্য খুলে দেওয়া হল। তবে, তা ভারতে নয়। সুইত্‍জারল্যান্ডের আল্পস পর্বতমালায়। খুলে দেওয়া হল বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ।

Updated By: Jun 1, 2016, 06:12 PM IST
বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ খুলে দেওয়া হল

ওয়েব ডেক্স : ভাবুন তো এমন একটা যাত্রা যেখানে রয়েছে উন্মাদনা। রয়েছে দুঃসাহসিক অভিজ্ঞতা। ভয় পাচ্ছেন তবুও, মনে রাখার মতো সেই যাত্রাপথ। এমনই একটি দুঃসাহসিক যাত্রাপথ আজ থেকে রেল যাত্রীদের জন্য খুলে দেওয়া হল। তবে, তা ভারতে নয়। সুইত্‍জারল্যান্ডের আল্পস পর্বতমালায়। খুলে দেওয়া হল বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ।

১৯৪৭ সালে এই সুড়ঙ্গটি তৈরি করার জন্য একটি খসড়া তৈরি করা হয়েছিল। কিন্তু, দীর্ঘ রাজনৈতিক টালবাহার পর অবশেষে শুরু হয় এই সুড়ঙ্গ তৈরির কাজ। ১৯৯৯ সাল থেকে এই কাজ শুরু হয়েছিল।

৫৭ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি আল্পস-এর সেন্ট্রাল ক্যান্টন থেকে টিকিনো ক্যান্টন পর্যন্ত রয়েছে। এর ফলে, জুরিখ থেকে মিউনিখ পর্যন্ত রেল যাত্রায় সময় অনেকটাই কমিয়ে দেবে।

.