মারা গেলেন বিশ্বের ইতিহাসে দীর্ঘমেয়াদী রাজা!

এই কৃতিত্ব কারোর নেই। একমাত্র তিনিই এই বিরল কৃতিত্বের অধিকারী। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়কাল ধরে রাজা ছিলেন তিনি। থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলাদেজ। অবশেষে দীর্ঘ রোগভোগের পর ৮৮ বছর বয়সে মারা গেলেন তিনি। তাঁর উত্তরাধিকার হিসেবে রেখে গেলেন ছেলে মহা ভাজিরালংকরণকে।

Updated By: Oct 13, 2016, 06:01 PM IST
মারা গেলেন বিশ্বের ইতিহাসে দীর্ঘমেয়াদী রাজা!

ওয়েব ডেস্ক : এই কৃতিত্ব কারোর নেই। একমাত্র তিনিই এই বিরল কৃতিত্বের অধিকারী। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়কাল ধরে রাজা ছিলেন তিনি। থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলাদেজ। অবশেষে দীর্ঘ রোগভোগের পর ৮৮ বছর বয়সে মারা গেলেন তিনি। তাঁর উত্তরাধিকার হিসেবে রেখে গেলেন ছেলে মহা ভাজিরালংকরণকে।

ভূমিবলই ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী সম্রাট। আজ প্রাসাদের তরফে এক বিবৃতিতে ভূমিবলের মৃত্যুসংবাদ ঘোষণা করা হয়। তবে কী রোগে রাজা ভুগছিলেন? সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি রাজপরিবারের তরফে। ভূমিবলের অবর্তমানে তাঁর ছেলে ৬৩ বছরের ভাজিরালংকরণই থাইল্যান্ডের নতুন রাজা হওয়ার সম্ভাবনা। প্রিয় রাজার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে দেশবাসী।

.