আপনি এই শহরের গল্প নিজে জানুন, অন্যকে জানালে খুশিই হবেন

আপনি নিশ্চয়ই আজ পর্যন্ত প্রচুর শহের ঘুরতে গিয়েছেন? যদি সেটা নাও হয়ে থাকে, আপনি নিশ্চয়ই পড়াশোনার সুবাদে এই পৃথিবীর প্রচুর শহরের নাম জানেন। কিন্তু আপনি এই অদ্ভূত শহরের নামটি কখনও শুনেছেন তো?

Updated By: Mar 29, 2016, 05:53 PM IST
আপনি এই শহরের গল্প নিজে জানুন, অন্যকে জানালে খুশিই হবেন

ওয়েব ডেস্ক: আপনি নিশ্চয়ই আজ পর্যন্ত প্রচুর শহের ঘুরতে গিয়েছেন? যদি সেটা নাও হয়ে থাকে, আপনি নিশ্চয়ই পড়াশোনার সুবাদে এই পৃথিবীর প্রচুর শহরের নাম জানেন। কিন্তু আপনি এই অদ্ভূত শহরের নামটি কখনও শুনেছেন তো?

আমেরিকার আরিজোনা প্রদেশের একটা ছোট্ট শহরের নাম 'নাথিং'। হ্যাঁ, ‘নাথিং’। না, বাস্তবেও এই 'নাথিং' শহরে সত্যিই প্রায় কিচ্ছু নেই। কী আছে জানেন? শুধু আছে দুটো বাড়ি, একটা গ্যাস স্টেশন আর একটা মাত্র পেট্রোল পাম্প। আর সেই পেট্রোল পাম্পে অবশ্য কোনও সময়ই পেট্রোল থাকে না! বুঝুন, একেই বলে সার্থক নামকরণ।

এই তথ্যটি নেওয়া হয়েছে ‘অসাধারণ জ্ঞান’ নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

.