বিশ্বের সবথেকে 'কুৎসিত' কুকুর জিতে ফেলল ৯২ লাখের পুরস্কার

বিশ্বের সবথেকে 'কুৎসিত' কুকুরদের প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতা জিতে শিরোনামে ১৭ বছর বয়সী চিহুয়া জাতের কুকুর, নাম স্যুইপি র‍্যাম্বো। প্রায় এক কোটি টাকার পুরস্কার আর সঙ্গে একটা ৬ ফুট উচ্চতার ট্রফি নিয়ে প্রতিযোগিতা থেকে বাড়ি ফিরেছে র‍্যাম্বো। 

Updated By: Jun 26, 2016, 04:46 PM IST
বিশ্বের সবথেকে 'কুৎসিত' কুকুর জিতে ফেলল ৯২ লাখের পুরস্কার

ওয়েব ডেস্ক: বিশ্বের সবথেকে 'কুৎসিত' কুকুরদের প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতা জিতে শিরোনামে ১৭ বছর বয়সী চিহুয়া জাতের কুকুর, নাম স্যুইপি র‍্যাম্বো। প্রায় এক কোটি টাকার পুরস্কার আর সঙ্গে একটা ৬ ফুট উচ্চতার ট্রফি নিয়ে প্রতিযোগিতা থেকে বাড়ি ফিরেছে র‍্যাম্বো। 

২৮ বছর ধরে 'কুৎসিত' কুকুরদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায়। বিচারকমণ্ডলী যখন ১৭ বছর বয়সী স্যুইপি র‍্যাম্বোকে দেখলেন, তখন তাঁরা বললেন, বিগত ২ দশকে 'এত কুৎসিত' কুকুর নাকি তাঁরা দেখেননি। সানফ্রানসিসকো থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, এই প্রতিযোগিতায় যোগদান করেছিল আরও ১৬ টি কুকুর, তাঁদের সবার থেকে সবথেকে 'কুৎসিত' হয়ে ২৮ তম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে র‍্যাম্বো। 

স্যুইপি র‍্যাম্বোর স্বাভাবিক আচরণ এবং এত খারাপ দর্শনে মুগ্ধ হয়েছেন বিচারকমণ্ডলী। দেখুন স্যুইপি র‍্যাম্বোর ছবি- 

.