ইয়েমেনে হাউথি বিদ্রোহীরা সৌদির পাঁচ দিনের যুদ্ধ বিরতির প্রস্তাবে রাজি হল
গৃহ যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে হাউথি যোদ্ধারা সৌদি আরবের প্রস্তাবমত পাঁচ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হল্টোতবে হাউথি যোদ্ধারা জানিয়েছে মানবতার খাতিরে তারা এই প্রস্তাব মেনে নিলেও উলটো দিক থেকে এই শান্তি চুক্তি কোনও রকম লঘ্নিত হলে তারাও পাল্টা জবাব দেবে। সৌদি আরবের পক্ষে জানানো হয়েছে হাউথি মিলিশিয়ারা রাজি হলে মঙ্গলবার থেকেই যুদ্ধ বিরতি শুরু হবে।
ওয়েব ডেস্ক: গৃহ যুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে হাউথি যোদ্ধারা সৌদি আরবের প্রস্তাবমত পাঁচ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হল্টোতবে হাউথি যোদ্ধারা জানিয়েছে মানবতার খাতিরে তারা এই প্রস্তাব মেনে নিলেও উলটো দিক থেকে এই শান্তি চুক্তি কোনও রকম লঘ্নিত হলে তারাও পাল্টা জবাব দেবে। সৌদি আরবের পক্ষে জানানো হয়েছে হাউথি মিলিশিয়ারা রাজি হলে মঙ্গলবার থেকেই যুদ্ধ বিরতি শুরু হবে।
মার্কিন মদতপুষ্ট সৌদি জোট ইয়মেনের প্রাক্তন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ পন্থী হাউথি যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর। ২৬ মার্চ থেকে শুরু হয় বিমান হানা। সৌদি সরাসরি ইয়েমেনের বর্তমান প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসৌর হাদির সরকারকে সমর্থন জানিয়েছে। হাউথির তরফ থেকে জানানো হয়েছে ''আলকায়েদা বা তার সমর্থকরা যদি যুদ্ধবিরতি চলাকালীন কোনও রকম হিংসাত্মক আক্রমণ চালায় তাহলে আমাদের সেনারাও যথাযথ জবাব দেবে।''
ইয়েমেনের সাধারণ মানুষের স্বার্থেই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে তারা, জানিয়েছে হাউথি যোদ্ধারা। হাউথির তরফে বিবৃতি জাতি করে বলা রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে এ বিষয়ে রাজনৈতিক আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধানের পথ খুঁজতেও রাজি তারা।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা থেকে এই যুদ্ধ বিরতি শুরু হবে। ইতিমধ্যে, অশান্ত ইয়েমেনে প্রাণ হারিয়েছেন ১,৩০০ জন। ধ্বংস হয়েছে স্থাপত্য, ঘর বাড়ি। দেশ জুড়েই এখন প্রবল খাদ্যাভাব। নেই পর্যাপ্ত জ্বালানী ও ওষুধের সরবারহ।
ইয়েমেনের উত্তর দিক হাউথিদের শক্ত ঘাঁটি। শুক্রবার রাতে সেখানে ব্যপক হারে বোমা ফেলেছে সৌদি জোট। বিদ্রোহী হাউথিদের মূল বিচরণ ক্ষেত্রে সাদা থেকে শুক্রবার রাতেই নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে রিয়াধ থেকে।
রবিবার ভোরে সানারে প্রাক্তন প্রেসিডেন্ট সালেহের বাসভবন লক্ষ্য করে তিনবার এয়ার স্ট্রাইক হয়েছে। যদিও ইয়েমেনের নিউজ এজেন্সি খাবার জানিয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ও তাঁর পরিবার সুরক্ষিতই আছে।