যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে বন্দরেই আটকে ২০০ ভারতীয়, উদ্বিগ্ন সরকার

গৃহযুদ্ধ বিধ্বস্থ ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই আডেন বন্দরের কাছাকাছি পৌছে গিয়েছে বিদ্রোহী শিয়া বাহিনী। বন্দর দখলের জন্য চলছে তীব্র সংঘর্ষ। আবার ওই বন্দরেই দেশের ফেরার অপেক্ষায় প্রায় দুশো জন ভারতীয়। কিন্তু, ভারী গোলাবৃষ্টির মধ্যে আডেন বন্দরে ভিড়তে পারছে না নৌবাহিনীর রণপোত INS মুম্বই।

Updated By: Apr 4, 2015, 08:41 PM IST
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে বন্দরেই আটকে ২০০ ভারতীয়, উদ্বিগ্ন সরকার

ব্যুরো: গৃহযুদ্ধ বিধ্বস্থ ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই আডেন বন্দরের কাছাকাছি পৌছে গিয়েছে বিদ্রোহী শিয়া বাহিনী। বন্দর দখলের জন্য চলছে তীব্র সংঘর্ষ। আবার ওই বন্দরেই দেশের ফেরার অপেক্ষায় প্রায় দুশো জন ভারতীয়। কিন্তু, ভারী গোলাবৃষ্টির মধ্যে আডেন বন্দরে ভিড়তে পারছে না নৌবাহিনীর রণপোত INS মুম্বই।

কিছুটা দূরে নোঙর করে, ভাড়া করা নৌকোয় জাহাজে আনা হচ্ছে ভারতীয়দের। নৌবাহিনীর আরেকটা জাহাজ INS সুমিত্র আল মুকাল্লা বন্দরে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করেছে। গৃহযুদ্ধ শুরুর সময় ইয়েমেন চার হাজারেরও বেশি ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে তেরোশো পঞ্চাশজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।  

.