চলে গেলেন জিল্লুর রহমান

প্রয়াত হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয়েছে অশীতিপর এই রাষ্ট্রনেতার। বাংলাদেশ সময় ৪টা ৪৭ মিনিটে চিকিৎসকরা রাষ্ট্রপতির মৃত্যু ঘোষণা করেন।

Updated By: Mar 20, 2013, 05:21 PM IST

প্রয়াত হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয়েছে অশীতিপর এই রাষ্ট্রনেতার। বাংলাদেশ সময় ৪টা ৪৭ মিনিটে চিকিৎসকরা রাষ্ট্রপতির মৃত্যু ঘোষণা করেন।
২০০৯-এ দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন সে দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বার্ধক্য জনিত কারণে একাধিকবার তিনি হাসপাতালে ভর্তি হন। চলতি মাসের ১০ তারিখ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় তাঁকে। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে তার আগের দিনই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত ডিসেম্বর মাসেও যুক্তরাজ্যে তার স্বাস্থ্য পরীক্ষা হয়।
অসুস্থ জিল্লুর রহমানকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার আবদুল হামিদ।

.