ইভটিজিংয়ের প্রতিবাদে নদিয়ায় খুন এক যুবক

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভ্যালেন্টাইন্স ডে-র রাতেই খুন হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে।

Updated By: Feb 15, 2012, 07:19 PM IST

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভ্যালেন্টাইন্স ডে-র রাতেই খুন হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে।
অভিযোগ, দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে গত কয়েকদিন ধরে উত্যক্ত করত বিল্টু নামে স্থানীয় এক যুবক। দুদিন আগে এই ঘটনা দেখে প্রতিবাদ করেন পেশায় ভ্যানচালক বীরেশ্বর হালদার। অভিযোগ, সে সময়ই বীরেশ্বরকে শাসিয়ে যায় বিল্টু ও তার  দলবল। এলাকায় বিল্টুদের এতটাই দাপট যে তাদের ভয়ে কেউ-ই মুখ খুলত না। একমাত্র  বীরেশ্বরই প্রতিবাদ করেছিলেন। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান বীরেশ্বর। বুধবার সকালে একটি আমবাগানে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
স্থানীয় মানুষের অভিযোগ, বিল্টু ও তার দলবলই খুন করেছে বীরেশ্বেরকে। কারণ প্রতিদিন রাতে বীরেশ্বর  কোন পথে বাড়ি ফেরেন সেটা জানা ছিল তাদের। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় পুলিসের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, পুলিস এই ঘটনায় অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস।

.