বালিতে নাবালিকা অপহরণ কাণ্ডে গ্রেফতার ১০
বালিতে নাবালিকা অপহরণের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করল পুলিস। মূল অভিযুক্ত নিমেষ সিং-সহ তার ৯ বন্ধুকে মঙ্গলবার সকালে হাওড়া আদালতে তোলা হয়। সোমবার সন্ধ্যায় বেলুড় থেকে নিখোঁজ হয় বালির পশ্চিম শান্তিনগরের বাসিন্দা নাবালিকা সুপর্ণা দে।
বালিতে নাবালিকা অপহরণের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করল পুলিস। মূল অভিযুক্ত নিমেষ সিং-সহ তার ৯ বন্ধুকে মঙ্গলবার সকালে হাওড়া আদালতে তোলা হয়। সোমবার সন্ধ্যায় বেলুড় থেকে নিখোঁজ হয় বালির পশ্চিম শান্তিনগরের বাসিন্দা নাবালিকা সুপর্ণা দে। রাত সাড়ে ১০টা নাগাদ বালি থানায় নিখোঁজ ডায়েরি করেন সুপর্ণার বাড়ির লোক।
সুপর্ণার মামার বাড়ি কলকাতার গিরিশপার্কে। সেখানে নিমেষ সিং নামে এক যুবক প্রায়শই উত্যক্ত করত সুপর্ণাকে। ওই দিন রাতেই গিরিশপার্ক থানায় নিমেষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুপর্ণার বাবা সুদেব দে। অভিযোগ দায়েরের পর নিমেষের বাবা ও ভাইকে গ্রেফতার করে পুলিস। এরপর পোস্তার একটি গলি থেকে নিমেষ ও সুপর্ণাকে গিরিশপার্ক থানায় নিয়ে আসে পুলিস। গভীর রাতে বড়বাজার থানায় আত্মসমর্পণ করে নিমেষের নয় বন্ধুও।